Monday, August 25, 2025

পাঁচ দিনের মধ্যে জেলা কমিটি গঠন। এরপর ধাপে ধাপে পঞ্চায়েত (Panchayat) ও ওয়ার্ড (Ward) স্তরেও কমিটি গঠন চূড়ান্ত করতে হবে। শনিবারের ভার্চুয়াল বৈঠকের পরেই রাজ্য জুড়ে তৎপরতা শুরু তৃণমূল শীর্ষ নেতৃত্বের। যেসব জায়গায় জেলা কমিটি প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে, সেগুলোকে আর একবার ঝালিয়ে নেওয়া, অঞ্চল কমিটি, বুথ কমিটি তৈরি করা নিয়ে ঘরোয়া আলোচনাও সেরে ফেলছে নেতৃত্ব। বিশেষ করে যেসব জায়গায় বিএলএ-২ (BLA-2) নেই, সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) শনিবারের বৈঠকে যেভাবে নির্দেশ দিয়েছেন সেভাবে বিএলএ ১-এর (BLA-1) প্রস্তাব নেওয়ার জন্য আলোচনা শুরু হয়েছে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রাজ্য সভাপতি সুব্রত বক্সি নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে যেসব নির্দেশ কার্যকর করতে বলেছেন, তা দ্রুত বাস্তবায়িত করতে তৎপর হয়েছেন সর্বস্তরের নেতা-নেত্রীরা।

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নির্দেশ ছিল, অঞ্চল সভাপতিরা শনিবারের ভার্চুয়াল বৈঠকে ছিলেন না। তাই বৈঠকের (virtual meeting) নির্যাস এবং নির্দেশাবলি তাঁদের পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দেওয়ার কাজ শুরু করতে হবে ব্লক (block) ও টাউন (town) নেতৃত্বকেই। শনিবারের বৈঠক থেকে একেবারে দিন নির্দিষ্ট করে দেওয়া হয়েছে কমিটি গঠনের জন্য। সেই অনুযায়ীই রবিবার থেকে কাজ শুরু করে দেন জেলার নেতারা।

নেতাজি ইন্ডোরের সভা থেকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভুয়ো ভোটার নিয়ে বিজেপির কারচুপি ও  নির্বাচন কমিশনের ষড়যন্ত্র ফাঁস করে দেওয়ার পর থেকেই মাঠে রয়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। এবার দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন এই তালিকা (voter list) সংশোধনে কী করণীয়। বিইআরএস (ব্লক ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (BERS) ও টিইআরএস (টাউন ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (TERS) নামের দুটি নতুন সাংগঠনিক পদ তৈরি করে দিয়েছে দল। এর সঙ্গে থাকবে পিইআরএস (পঞ্চায়েত ইলেক্টোরাল রোল সুপারভাইজার) (PERS) এবং ডব্লিউইআরএস (ওয়ার্ড ইলেক্টোরাল রুল সুপারভাইজার) (WERS)। এরা নিরবচ্ছিন্নভাবে সারা বছর ধরে ভোটার তালিকা সংশোধনের কাজের সঙ্গে যুক্ত থাকবে। কোথাও কোনও সন্দেহজনক কিছু মনে হলে সঙ্গে সঙ্গে প্রশাসনিকভাবে তার ব্যবস্থা নেওয়ার জন্য পদক্ষেপ করবে। দলের এই নিয়মাবলি মেনেই কোচবিহার থেকে কাকদ্বীপ সাংগঠনিক নেতৃত্ব ঝাঁপিয়ে পড়েছেন ভোটার তালিকা সংশোধনের জন্য দলের দেখানো পথেই।

Related articles

Gold Silver Price: ফের ঊর্ধ্বমুখি সোনা-রুপোর দাম

সোমবার ২৫ অগাস্ট, ২০২৫ ১ গ্রাম       ১০ গ্রাম পাকা সোনার বাট     ১০০৫০ ₹    ১০০৫০০ ₹ খুচরো পাকা সোনা   ১০১০০...

বৃষ্টির ভ্রূকুটি দক্ষিণে কমলেও রক্ষা নেই উত্তরের

নিম্নচাপের জের খানিকটা কম হওয়ার ইঙ্গিত রবিবার থেকেই মিলেছে। তবে এখনই বর্ষার প্রকোপ কমছে না মৌসুমী অক্ষরেখার জেরে।...

বাগমারির কাছে ভয়াবহ দুর্ঘটনা, পরপর গাড়ি-বাইকে ধাক্কা বেপোরয়া মিনিবাসের

দিনে দুপুরে খাস কলকাতার মনিকতলা ব্রিজের কাছে ভয়াবহ দুর্ঘটনা। বাগমারি এলাকায় বেপরোয়া মিনিবাস ধাক্কা দেয় একটি গাড়ি ও...

জাতীয় দলে ব্রাত্য সুনীল, পাকাপাকিভাবে শেষ আন্তর্জাতিক কেরিয়ার!

কাফা নেশনস কাপের জন্য ঘোষিত হল ভারতীয় ফুটবল দল (Nation Football Team)। গত ১৫ অগাস্ট থেকে নতুন কোচ...
Exit mobile version