আরো বাড়বে তাপমাত্রা, কবে থেকে বৃষ্টির সম্ভাবনা জেনে নিন

কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ ডিগ্রি করে বাড়ার পূর্বাভাস (forecast) রয়েছে

সপ্তাহের শেষে তাপমাত্রা বৃদ্ধিতে তাপপ্রবাহের (heat wave) সম্মুখীন দক্ষিণবঙ্গের একাধিক জেলা। সোমবারও সেই গরম থেকে রেহাই নেই, জানাচ্ছে আবহাওয়া দফতর (weather department)। যদিও উত্তরবঙ্গে বৃষ্টির ইঙ্গিত রয়েছে। তবে দক্ষিণবঙ্গেও দ্রুত বৃষ্টির হাত ধরে তাপপ্রবাহ থেকে মুক্তি মেলার ইঙ্গিত রয়েছে।

সোমবার কলকাতা সহ পার্শ্ববর্তী জেলাগুলি এবং পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরো ২ ডিগ্রি করে বাড়ার পূর্বাভাস (forecast) রয়েছে। সেই সঙ্গে তাপপ্রবাহের সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও বীরভূমে। বুধবার থেকেই জেলাগুলিতে আবহাওয়ার বদলের পূর্বাভাস রয়েছে।

উত্তরের জেলাগুলিতে যদিও উল্টো ছবি। সোমবারেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস (rain forecast)। পার্বত্য জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাসের পাশাপাশি মালদহ ও দুই দিনাজপুরে অস্বস্তিকর পরিবেশের পূর্বাভাস দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে এই জেলাগুলিতে আবহাওয়ার উন্নতি হতে পারে।

সোমবার কলকাতায় গুমোট (humid) আবহাওয়া থাকবে। সংলগ্ন জেলাগুলিতেও একই রকম অস্বস্তিকর পরিবেশের পূর্বাভাস (forecast) রয়েছে। বুধবার থেকে কলকাতা সহ সংলগ্ন জেলাগুলিতে বিক্ষিপ্ত, হালকা ও মাঝারি বৃষ্টিপাতেরও পূর্বভাস রয়েছে।