Sunday, August 24, 2025

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় উপভোক্তা বিষয়ক দফতর প্রত্যেক বছর ‘বিশ্ব উপভোক্তা অধিকার দিবস’ উদযাপন করে থাকে। এই বছর উপভোক্তা বিষয়ক দফতর এই উপলক্ষ্যে সেমিনার এবং সর্ব সাধারণের জন্য ক্যুইজ প্রতিযোগিতার আয়োজন করে। বর্তমানে উপভোক্তাদের যে সমস্ত ক্ষেত্রগুলিতে বিশেষ ভাবে প্রতারিত হতে হয়, সেই ক্ষেত্রগুলির ওপর বিশেষভাবে নজর দিয়ে সেমিনারের বিষয় নির্বাচন করা হয়েছে। ই-কমার্স, সাইবার সিকিউরিটি, চিকিৎসা ক্ষেত্রে অবহেলা, রিয়েল এস্টেট এবং ব্যাঙ্কিং নিয়ে আলোচনা হয়। এই বিষয়গুলির নিয়ন্ত্রক সরকারি সংস্থা এবং এই দফতরের বিশেষজ্ঞরা সেমিনারে তাদের বক্তব্য রাখেন।এছাড়া ‘বিশ্ব উপভোক্তা অধিকার দিবস’ উপলক্ষ্যে পাঁচ দিনের বিশেষ ট্যাবলো প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে অর্থনীতির পরিসর যেমন বদলাচ্ছে, তেমনই বদলাচ্ছে উপভোক্তাদের কেনাকাটার পদ্ধতি, কেনাকাটার বিষয়। একই সঙ্গে উপভোক্তাদের সঙ্গে প্রতারণার ধরণও বদলাচ্ছে। এই পরিবর্তনের সঙ্গে সাযুজ্য রেখে ২০২০ সালের ২০ জুলাই উপভোক্তা সুরক্ষা আইন, ২০১৯ সারা দেশজুড়ে কার্যকর করা হয়েছে। এই আইনে উপভোক্তাদের সুরক্ষার পরিধি আরও বৃদ্ধি করা হয়েছে। এই আইন উপভোক্তা সুরক্ষা ও উপভোক্তা বিরোধ নিষ্পত্তির ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করেছে।  যুগোপযোগী এই আইনে কয়েকটি নতুন বিষয় অন্তর্ভুক্ত করা হয়েছে যেমন- মেডিয়েশন, ই-কমার্স বিধি, প্রত্যক্ষ বিক্রয় বা ডাইরেক্ট সেলিং বিধি, সেন্ট্রাল কনজিউমার প্রোটেকশন অথরিটি ইত্যাদি।এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিপ্লব মিত্র,  শ্রীকান্ত মাহাত, প্রধান সচিব নীলম মীনা, আই. এ.এস এবং অন্যান্য সম্মাননীয় আধিকারিকরা।

 

 

Related articles

উড়ালপুল–সেতুর নীচে বেআইনি দখলদারি সরাতে ‘উচ্ছেদ অভিযান’! উদ্যোগী কেএমডিএ 

কলকাতার উড়ালপুল ও সেতুর নীচ থেকে বেআইনি দখলদারি সরাতে উদ্যোগী হল কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি (কেএমডিএ)। ইতিমধ্যেই চারটি...

ফের জেলা সফরে মুখ্যমন্ত্রী, ২৬ অগাস্টে বর্ধমানে প্রশাসনিক বৈঠক 

চলতি সপ্তাহ থেকেই ফের শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফর। আগামী মঙ্গলবার, ২৬ অগাস্ট তিনি পৌঁছাবেন বর্ধমান।...

ঠাকুরবাড়ির স্বার্থের রাজনীতি ফাঁস: শান্তনুকে কাঠগড়ায় তুললেন মা-দাদা

বিজেপির মধ্যে ঝগড়া ও স্বার্থের লড়াই শুরু হয়েছে বনগাঁর ঠাকুরনগরে। মতুয়া (Matua) সমাজের প্রভূত উন্নয়ন করেছেন মুখ্যমন্ত্রী মমতা...

মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার অধিকার কার: চরম দ্বন্দ্ব শান্তনু-সুব্রতর

কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বিরুদ্ধে এবার গোটা ঠাকুর পরিবার। মতুয়া সম্প্রদায়ের মানুষদের ঘটা করে যে নাগরিকত্ব দেওয়ার খেলায়...
Exit mobile version