Sunday, August 24, 2025

বিতর্কিত মন্তব্যের জন্য হুমায়ুনকে চূড়ান্ত সতর্ক করল শৃঙ্খলারক্ষা কমিটি, মানতে হবে ৩ শর্ত

Date:

বিতর্কিত মন্তব্যের জন্য মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরকে (Humayun Kabir) চূড়ান্ত সতর্ক করল তৃণমূলের (TMC) পরিষদীয় শৃঙ্খলারক্ষা কমিটি। মঙ্গলবার তাঁকে ডেকে পাঠায় শৃঙ্খলারক্ষা কমিটি। এদিন কমিটির সামনে হাজির হয়ে নিজের মন্তব্যের ব্যাখ্যা দেন হুমায়ুন। কমিটির আহ্বায়ক তথা পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের শৃঙ্খলা এবং নীতি মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে হুমায়ুন কবীরকে। মানতে হবে তিন শর্ত।

বারবার বেলাগাম মন্তব্য করায় ভরতপুরের বিধায়কের উপরে ক্ষুব্ধ তৃণমূলের (TMC) শীর্ষ নেতৃত্ব। বিরোধী দলনেতার সংখ্যালঘু-বিরোধী মন্তব্যের প্রতিবাদ করতে গিয়ে হুমায়ুন বলেন, “আমার কাছে আগে আমার জাতি, তার পর দল। আমার জাতিকে আক্রমণ করলে আমি চুপ থাকব না।“ এই মন্তব্য দল অনুমোদন করেনি। গত বৃহস্পতিবার, তাঁকে শোকজ করেন বিধানসভায় পরিষদীয় মন্ত্রী তথা বিধানসভার তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee)। শনিবার সেই চিঠির জবাব দেন হুমায়ুন। কারণ, ব্যাখ্যা করলেও নিজের বক্তব্যের জন্য ক্ষমা চাননি তিনি। সোমবার সেই জবাব নিয়ে বৈঠকে বসেন শোভনদেব চট্টোপাধ্যায়, ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও চন্দ্রিমা ভট্টাচার্য-সহ শৃঙ্খলারক্ষা কমিটির সদস্যরা। কেউই হুময়ায়ুনের জবাবে সন্তুষ্ট হননি। বৈঠকের পর শোভনদেব জানান, “সব রাজনৈতিক দলের কিছু মতাদর্শ আছে। হুমায়ুন এমন কিছু বারবার বলছে যা দলের আদর্শের পরিপন্থী। ও যা বলেছে সেটা ওর ব্যক্তিগত বিষয়। কিন্তু একজন বিধায়ক হয়ে একথা বলতে পারে না। ও শোকজের জবাবে যা বলেছে তা সন্তোষজনক নয়। হুমায়ুনকে মঙ্গলবার ডেকে পাঠানো হয়েছে।”
আরও খবরতিন মাসে নতুন করে ওবিসি সমীক্ষা: রাজ্যের প্রস্তাবে সম্মতি সুপ্রিম কোর্টের

সেই মতো এদিন হাজির হন হুমায়ুন (Humayun Kabir)। নিজের কথার ব্যাখ্যা দেন। বেরিয়ে সংবাদ মাধ্যেমের সামনে বিস্তারিত জানাতে না চাইলেও, বলেন আলোচনা ভালো হয়েছে। তাঁর কথা বলার সুযোগ দেওয়া হয়েছে। তাঁকে পরামর্শও দেওয়া হয়েছে। শোভনদেব চট্টোপাধ্যায় (Shobhandev Chatterjee) জানান, সংবিধান বহির্ভূত এবং দল অস্বস্তিতে পড়ে এমন কোনও মন্তব্য থেকে ভবিষ্যতে তাঁকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সাংবিধানিক পদে থেকে কোনও সাম্প্রদায়িক মন্তব্য করা থেকে বিরত থাকতে হবে। কোনও বক্তব্য থাকলে তা দলের অন্দরেই জানাতে হবে। দলের বেঁধে যাওয়া এই তিন শর্ত মেনে চলবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন হুমায়ুন।

Related articles

থিম ভাষা-সন্ত্রাস ও বাংলা-বিদ্বেষ! জোর প্রস্তুতি তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের 

২৮ অগাস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসকে ঘিরে চলছে জোরকদমে প্রস্তুতি। আবারও ছাত্র-ছাত্রীদের ঢল নামতে চলেছে কলকাতায়। পাহাড়...

যোগীরাজ্যে দলিত ইঞ্জিনিয়ারকে জুতোপেটা বিজেপি নেতার! ভাইরাল ভিডিও

সংবিধান রক্ষার বুলি আওড়ালেও বাস্তবে দলিত–আদিবাসীদের প্রতি ঘৃণা আর বৈষম্যই প্রকাশ পাচ্ছে বিজেপির শাসনে। যোগীরাজ্যে বিদ্যুৎ দফতরের এক...

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...
Exit mobile version