Thursday, August 21, 2025

এজেন্সি দিয়ে ভয় দেখানোর চেষ্টা! দুদিন ধরে ইডি-র তলব লালু প্রসাদের পরিবারকে

Date:

বিহার নির্বাচনের আগে বাংলার মতোই বিরোধীদের এজেন্সির (central agency) ভয় দেখিয়ে চাপে রাখার কৌশলে বিজেপি। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জেরে মুখ পুড়ছে নীতীশ কুমারের (Nitish KUmar)। ২০২৫-এ নির্বাচনের আগে বেগতিক দেখে বিরোধী আরজেডি-র (RJD) উপর এজেন্সি দিয়ে চাপ প্রয়োগের কৌশলে জোটসঙ্গী বিজেপি। প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদবের (Lalu Prasad Yadav) পরিবারের সব সদস্যকে দুদিন ধরে লাগাতার জেরা এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED)।

মঙ্গলবার ইডির (ED) দফতরে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয় বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা লালু প্রসাদ যাদবের স্ত্রী রাবড়ি দেবী (Rabri Devi) ও পুত্র তেজ প্রতাপ যাদবকে (Tej Pratap Yadav)। ৪ ঘন্টা ধরে তাঁদের জিজ্ঞাসাবাদ চালানো হয়। এরপরেও নিস্তার মেলেনি। বুধবার তলব করা হয় লালু প্রসাদ যাদবকে (Lalu Prasad Yadav)। টানা চারঘণ্টা জিজ্ঞাসাবাদ চালানো হয়। লোকসভা নির্বাচনের আগেও এভাবেই বারবার হয়রান করা হয়েছিল আরজেডি (RJD) প্রধান লালুকে।

লালুর পরিবারের প্রত্যেকের সম্পত্তি বাড়ি সংক্রান্ত প্রশ্ন নিয়ে যথাযথ উত্তর পেশ করেন রাবড়ি দেবী (Rabri Devi) থেকে লালু। আরজেডি (RJD) নেতৃত্বের কথায়, যতবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সমন পাঠিয়েছে ততবারই তাঁদের নেতারা সহযোগিতা করেছেন। এরপরেও সহযোগিতা করা হবে। সেখানে তাঁদের তরফ থেকে প্রশ্ন তোলা হয়, বিজেপি বিহার বিধানসভা নির্বাচনকে (Assembly Election) টার্গেট করেছে। তারা চাইছে যে কোনও প্রকারে লালু প্রসাদ যাদবকে সমস্যায় ফেলতে, যাতে তিনি নির্বাচনে বাইরে না বেরোতে পারেন। এভাবে বিজেপি কত দিন নিজেদের মুখ রক্ষা করতে পারবে।

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version