Friday, August 22, 2025

২৮৬ দিন মহাকাশ-যাপনের পর মর্ত্যে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস। বুধবার ফ্লোরিডা উপকূলে ‘আকাশ-কন্যা’ সুনীতাদের সফল স্প্ল্যাশডাউনের পর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেশের মেয়ে সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবিও তুললেন তিনি। তঁর মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানানোর পর বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ভারতরত্ন দেওয়ার দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাসার দুই নভোশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের প্রত্যাবর্তনে মহাকাশ বিজ্ঞানীরা উচ্ছ্বসিত। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁকে ঘিরে উন্মাদনা এ দেশেও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করেন, সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন। পরে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা। তাঁদের প্রত্যেকের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। রেসকিউ টিমকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। সুনীতাকে শুভেচ্ছা-বার্তায় ভরিয়ে এদিন কল্পনা চাওলারও স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। কল্পনার ফেরার পথে মহাকাশযানে কী কী সমস্যা হয়েছিল, কী জন্য তিনি পৃথিবীতে ফিরতে পারেননি সেই প্রসঙ্গও উত্থাপন করেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গেই তিনি জানান, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনিও পড়াশোনা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, কল্পনা চাওলাও গিয়েছিলেন, ফিরতে পারেননি। সূনীতা উইলিয়ামসের মহাকাশযানেরও কিছু গোলমাল দেখা গিয়েছিল। তাই তাঁকে নিয়েও তৈরি হয়েছিল সংশয়। এতগুলো মাস তাঁদের মহাকাশে আটকে থাকতে হল। তাঁদের সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য রেসকিউ টিমকেও বিশেষ ধন্যবাদ।

এরপরই তিনি বলেন, মহাকাশে স্পেস স্টেশনে থাকার মেয়াদের নিরিখে রেকর্ড গড়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই অনন্য কীর্তির জন্য তাঁকে ভারতরত্ন দেওয়া হোক। তাঁর কথায়, সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্র সরকারের কাছে তাকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি। তিনি নিয়মিত সুনীতাদের খোঁজখবর নিতেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানসিক যন্ত্রণায় ওদের এক-একটা দিন গিয়েছে। টর্নেডো বয়ে গিয়েছে মনের উপর দিয়ে। রোজ খবর নিতাম। দেখলাম দুটো দেশ এগিয়ে এসে নাসাকে সাহায্য করল। ফ্লোরিডায় তাঁরা অবতরণ করেছে। তাঁদের অভিনন্দন জানাচ্ছি।

 

Related articles

মোদিজি আসুন বাংলার উন্নয়ন দেখে যান: কটাক্ষ চন্দ্রিমার

“ছাব্বিশের নির্বাচনের আগে আবার আসতে শুরু করেছেন। এবার থেমে থাকুন দাদা।“ নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া...

স্বপ্নভঙ্গ নয়, মুক্তির লড়াই: জাতীয় স্তরের রেফারি হলেন গোপীবল্লভপুরের মনি খিলাড়ি

এ গল্প কোনো স্বপ্নভঙ্গের নয়, বরং শৃঙ্খল ভাঙার গল্প। কনকনে শীতের রাতে বাড়ি থেকে পালিয়ে নিজের বিয়ে ভেঙে...

হাতে হাত মিলিয়ে কাজ করুন: বাঁকুড়া-বিষ্ণুপুর সাংগঠনিক জেলা নেতৃত্বকে বার্তা অভিষেকের

ছাব্বিশের নির্বাচনকে সামনে রেখে জেলাওয়াড়ি বৈঠক করছেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শুক্রবার, বাঁকুড়া...

স্মৃতি-তাড়িত হতে দিন: মোদির মেট্রো উদ্বোধনের দিন সব মনে করালেন মুখ্যমন্ত্রী

রেলমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাকে উজাড় করে দিয়েছিলেন। নতুন রুট, লাইন, ট্রেন, স্টেশন, প্রকল্প, কর্মসংস্থান— কী দেননি! ইউপিএ...
Exit mobile version