Tuesday, November 4, 2025

২৮৬ দিন মহাকাশ-যাপনের পর মর্ত্যে ফিরে এলেন সুনীতা উইলিয়ামস। বুধবার ফ্লোরিডা উপকূলে ‘আকাশ-কন্যা’ সুনীতাদের সফল স্প্ল্যাশডাউনের পর শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে দেশের মেয়ে সুনীতাকে ভারতরত্ন দেওয়ার দাবিও তুললেন তিনি। তঁর মহান কীর্তিতে আপ্লুত বাংলার মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে অভিনন্দন জানানোর পর বুধবার বিধানসভায় দাঁড়িয়ে ভারতরত্ন দেওয়ার দাবিতে সরব হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
নাসার দুই নভোশ্চর সুনীতা উইলিয়ামস ও বুচ উইলমোর। তাঁদের প্রত্যাবর্তনে মহাকাশ বিজ্ঞানীরা উচ্ছ্বসিত। ভারতীয় বংশোদ্ভূত হওয়ায় তাঁকে ঘিরে উন্মাদনা এ দেশেও।

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এক্স হ্যান্ডলে পোস্ট করেন, সুনীতা-সহ নভোচরদের অভিনন্দন। পরে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন, বিধানসভার পক্ষ থেকে সুনীতা উইলিয়ামসকে কৃতজ্ঞতা। তাঁদের প্রত্যেকের উপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। রেসকিউ টিমকেও ধন্যবাদ, কৃতজ্ঞতা। সুনীতাকে শুভেচ্ছা-বার্তায় ভরিয়ে এদিন কল্পনা চাওলারও স্মৃতিচারণ করেন মুখ্যমন্ত্রী। কল্পনার ফেরার পথে মহাকাশযানে কী কী সমস্যা হয়েছিল, কী জন্য তিনি পৃথিবীতে ফিরতে পারেননি সেই প্রসঙ্গও উত্থাপন করেন মুখ্যমন্ত্রী।

এ প্রসঙ্গেই তিনি জানান, মহাকাশ বিজ্ঞান নিয়ে তিনিও পড়াশোনা করেন। মুখ্যমন্ত্রীর কথায়, কল্পনা চাওলাও গিয়েছিলেন, ফিরতে পারেননি। সূনীতা উইলিয়ামসের মহাকাশযানেরও কিছু গোলমাল দেখা গিয়েছিল। তাই তাঁকে নিয়েও তৈরি হয়েছিল সংশয়। এতগুলো মাস তাঁদের মহাকাশে আটকে থাকতে হল। তাঁদের সুস্থভাবে ফিরিয়ে আনার জন্য রেসকিউ টিমকেও বিশেষ ধন্যবাদ।

এরপরই তিনি বলেন, মহাকাশে স্পেস স্টেশনে থাকার মেয়াদের নিরিখে রেকর্ড গড়েছেন সুনীতা উইলিয়ামস। তাঁর এই অনন্য কীর্তির জন্য তাঁকে ভারতরত্ন দেওয়া হোক। তাঁর কথায়, সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্র সরকারের কাছে তাকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি। তিনি নিয়মিত সুনীতাদের খোঁজখবর নিতেন বলেও জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, মানসিক যন্ত্রণায় ওদের এক-একটা দিন গিয়েছে। টর্নেডো বয়ে গিয়েছে মনের উপর দিয়ে। রোজ খবর নিতাম। দেখলাম দুটো দেশ এগিয়ে এসে নাসাকে সাহায্য করল। ফ্লোরিডায় তাঁরা অবতরণ করেছে। তাঁদের অভিনন্দন জানাচ্ছি।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version