বিদেশে ফাঁসির অপেক্ষায় ২৫ ভারতীয়! ভয়ংকর তথ্য জানাল কেন্দ্র

ভয়ংকর তথ্য। সংযুক্ত আরব আমিরশাহিতে আরও ২৫ জন ভারতীয়কে ফাঁসির সাজা দেওয়া হয়েছে। তবে তাঁদের মৃত্যুদণ্ড এখনও কার্যকর হয়নি। বৃহস্পতিবার সংসদে জানিয়েছে মোদি সরকার। গত মাসে সংযুক্ত আরব আমিরশাহিতে একইদিনে তিন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছিল। প্রথমেই উত্তরপ্রদেশের তরুণী শাহজাদি খানের ফাঁসির কথা জানা যায়। তারপর প্রকাশ্যে আসে মুহাম্মদ রিনাশ অরঙ্গিলোত্তু এবং মুরলীধরন পেরামতত্ত ভেলাপ্পিল নামে কেরলের দুই তরুণের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা। এবার রাজ্যসভায় বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিংহ জানালেন, আরও ২৫ জন ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়া বাকি রয়েছে সংযুক্ত আরব আমিরশাহিতে।

পাশাপাশি বিদেশ প্রতিমন্ত্রী জানান, বিভিন্ন দেশে এখন মোট ১০,১৫২ জন ভারতীয় জেলবন্দি রয়েছেন। তাঁদের মধ্যে অনেক বিচারাধীন বন্দি। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয়দের তথ্য দেওয়ার সময়ে নির্দিষ্ট ভাবে আটটি দেশের কথা জানান মন্ত্রী। তালিকায় সবচেয়ে বেশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত ভারতীয় বন্দি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। এছাড়াও সৌদি আরবে ১১, মালয়েশিয়াতে ৬, কুয়েতে ৩ এবং ইন্দোনেশিয়া, কাতার, আমেরিকা ও ইয়েমেনে ১জন করে ভারতীয়ের মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার অপেক্ষা।

আরও পড়ুন- মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_