Friday, November 14, 2025

মেদিনীপুরে জমির চরিত্র বদল করে স্কুল! আদালতে বয়ান পার্থর বেয়াইয়ের

Date:

Share post:

জমির চরিত্র বদল করে কৃষিজমি হয়েছে বাস্তু জমি। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে এই বয়ান দিলেন পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্যের মামা। ইডির প্রাথমিক নিয়োগ মামলার বিচারপর্ব শুরু হয়েছে। বৃহস্পতিবার, ইডির বিশেষ আদালতে সাক্ষী দেন অভিযুক্ত জেলবন্দি প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সম্পর্কে বেয়াই। আর সেখানেই তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগান হয়েছিল বাস্তু জমি। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। ২৪ ও ২৫ মার্চ ফের আদালতে সাক্ষ‌্য দিতে পারেন তিনি। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা কল‌্যাণময়ের মামার এক আত্মীয়ের।

সাক্ষ‌্য চলাকালীন উল্লেখ করা হয় যে, প্রায় ১২টি সংস্থার নামে জমির দলিল, তিনটি ব‌্যাঙ্ক অ‌্যাকাউন্টের পাসবই, সংস্থার অডিটের নথি কল‌্যাণময়ের মামার বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করেছে ইডি। যে স্কুলের নাম করে টাকা তোলা হয় বলে অভিযোগ, তার জমির নথিও মিলেছে।

কল্যাণময়ের মামা এর আগে ৬ বার ইডির দফতরে গিয়ে বয়ান দেন। তিনটি জমির দলিল, একটি ফ্ল‌্যাটের দলিল, সংস্থার অডিট রিপোর্ট, বিমার শংসাপত্র দিয়ে আসেন। ইডিকে স্বেচ্ছায় বয়ান দিয়েছেন বলেও ইডির বিশেষ আদালতে জানিয়েছেন তিনি। এদিন তিনি জানান, মেদিনীপুরের ফলের বাগানকে বাস্তু জমি হিসেবে দেখানো হয়েছিল। সেই নথিও রয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে। তাঁর পরিবার, পরিজনদের সম্পর্কেও তথ‌্য নেয় আদালত।

ইতিমধ্যেই এই মামলায় রাজসাক্ষী হয়েছেন পার্থর জামাই কল‌্যাণময়। অভিযুক্তর তালিকা থেকে বাদ গিয়েছে তাঁর নাম। মেদিনীপুরে পার্থ চট্টোপাধ্যায়ের স্কুলের কাছেই কল্যাণময়ের মামার বাড়ি। ২৪ ও ২৫ মার্চ ফের সাক্ষ‌্য দিতে পারেন কল‌্যাণময়ের মামা। ২৬ মার্চ সাক্ষ‌্য দেওয়ার কথা পার্থর জামাইয়ের আরেক আত্মীয়ের।

আরও পড়ুন- শেষ বিধানসভার বাজেট অধিবেশন! বিরোধী বিজেপির আচরণের সমালোচনা অধ্যক্ষ-মন্ত্রীদের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

রাজ্যে আসন্ন WBCS পরীক্ষা: জারি বিজ্ঞপ্তি

প্রকাশিত হল ডব্লুবিসিএস-এর পরীক্ষার বিজ্ঞপ্তি। পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (PSC, WB) বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছে, ২০২৬ সালের মার্চ...

পরিবারে SIR আতঙ্কে মৃত্যুর ছায়া, চাকরির আশ্বাস দিয়ে পাশে তৃণমূল

এসআইআর আতঙ্কে আত্মঘাতী বাবা। অসহায় পরিবার। কী করে হবে দিন গুজরান? ভিটেমাটি চলে যাবে না তো? এসব আতঙ্ক...

গণমাধ্যমই সাঁটিয়ে দিচ্ছে বাংলাদেশী তকমা! জবাব দিতে তৈরি বাংলা

পেশায় শ্রমিক। পেটের দায়ে তারা নানা জায়গায় ছোটেন। কাজের তাগিদে অন্যত্র গেলেই একশ্রেণির মিডিয়া চিৎকার করে ওঠে, ওই...

বিহারের ফলাফলে বাংলা নিয়ে মোদির স্বপ্ন ‘সেগুড়ে বালি’: ধুইয়ে দিল তৃণমূল

একদিকে যখন বিহারে নির্বাচনের ফলাফল প্রকাশিত হচ্ছে, তখন বাংলার বিজেপি নেতারা হঠাৎই আবির খেলা, মিষ্টিমুখে মেতে উঠেছেন। ফলাফল...