Wednesday, November 5, 2025

১) ন’মাস পর অবসর ভেঙে আবার জাতীয় দলে ফিরেছেন সুনীল ছেত্রী। প্রত্যাবর্তনের মঞ্চে গোল করলেন তিনি। প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারাল ভারত। জাতীয় দলের কোচ হওয়ার পর এই প্রথম জয়ের স্বাদ পেলেন মানোলো।

২) কলকাতায় আইপিএলের একটি ম্যাচ ঘিরে তৈরি হল জটিলতা। আগামী ৬ এপ্রিল ইডেন গার্ডেন্সে মুখোমুখি হওয়ার কথা কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্টসের। সিএবিকে চিঠি দিয়ে সেই ম্যাচের দিন পরিবর্তনের অনুরোধ করা হয়েছে কলকাতা পুলিশের পক্ষ থেকে।

৩) শুধু অধিনায়ক নন, কলকাতা নাইট রাইডার্স এবারের আইপিএলে গুরুত্ব দেবে সহ-অধিনায়ককেও। বুধবারের একটি অনুষ্ঠানে সেটাই স্পষ্ট করে দিল তারা। কেকেআরের নতুন মেন্টর ব্র্যাভো দলের লক্ষ্য স্থির করে দিয়েছেন। তিনি বলেন, “সাফল্য পাওয়ার একমাত্র রাস্তা হল খেলাটাকে ভালবাসা। দলের ক্রিকেটারেরা ট্রফি জিততে জানে।

৪) নজির গড়লেন ভারতের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় সুকান্ত কদম। স্প্যানিশ প্যারা ব্যাডমিন্টনে ভাল পারফরম্যান্সের সুবাদে এসএল ৪ বিভাগের বিশ্ব ক্রমতালিকায় দ্বিতীয় স্থানে উঠে এলেন সুকান্ত

৫) ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন পরিবার-নীতি নিয়ে ক্ষোভপ্রকাশ করেছিলেন বিরাট কোহলি। তাঁর দাবি ছিল, বিদেশ সফরে পরিবারের সঙ্গে থাকা খুব স্বাভাবিক ঘটনা। জানা গিয়েছিল, কোহলির ক্ষোভের পর সুর নরম করতে পারে বিসিসিআই। কিন্তু তা নস্যাৎ করে দিয়ে বোর্ডের সচিব দেবজিৎ শাইকীয়া স্পষ্ট করে দিয়েছেন, কোনও নিয়ম বদলাবে না।

আরও পড়ুন- মেসির সই করা জার্সি: আবেগপ্রবণ মুখ্যমন্ত্রী

 

 

 

 

 

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version