আগেই জানিয়েছিলেন ৭.১ লক্ষ ভোটের ব্যবধানে তৃতীয়বার সাংসদ হওয়ার পরেই নিজের সংসদীয় এলাকা ডায়মন্ড হারবারের বাসিন্দাদের জন্য প্রবলভাবে কিছু করতে চেয়েছিলেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সেই ভাবনা থেকেই সেবাশ্রয় (Sebaashray) স্বাস্থ্য শিবির শুরু করেন তিনি। ৭০ দিন টানা শিবিরের শেষে ৫দিনের মেগাশিবির। ৭৫দিন পূর্ণ হওয়ার পরেই সেবাশ্রয় নিয়ে আগেবঘন পোস্ট করলেন ডায়মন্ড হারবারের সাংসদ। নিজের এক্স হ্যান্ডেলে অভিষেকে লেখেন, “এটি কেবল আমার নির্বাচনী এলাকা নয়। এটি আমার পরিবার।“

শুক্রবার, নিজের এক্স হ্যান্ডেলে ডায়মন্ড হারবারের সাংসদ লেখেন,
“টানা তৃতীয়বারের মতো এবার আমাকে ৭.১ লক্ষ ভোটের ব্যবধানে জিতিয়ে তাঁদের সাংসদ নির্বাচিত করে, ডায়মন্ড হারবারের মানুষ আমার উপর এমন ঋণ চাপিয়ে দিয়েছেন যা আমি কখনই সত্যিই সেই অর্থে পরিশোধ করতে পারব না। তবে, আমি প্রতিদিন ঋণ পরিশোধের চেষ্টা করেছি।“

By electing me as their MP for the third consecutive time with a margin of 7.1 lakh votes, the people of Diamond Harbour placed upon me a debt I can never truly repay. But I have vowed to try, every single day.
Thus, #Sebaashray was born. And what an extraordinary journey it has… pic.twitter.com/9xChP08dwP
— Abhishek Banerjee (@abhishekaitc) March 21, 2025
সেবাশ্রয় সম্পর্কে অভিষেক লেখেন,
“এভাবেই, #Sebaashray এর জন্ম। এটি অতি অসাধারণ যাত্রা ছিল। ৭৫ দিন ধরে, আমাদের ডাক্তার, নার্স, স্বেচ্ছাসেবক এবং সহায়তা কর্মীরা অক্লান্ত পরিশ্রম করেছেন, কেবল স্বাস্থ্যই নয়, বরং অভাবী মানুষের হাসিও ফিরিয়ে এনেছেন। তাঁদের মুখে আনন্দ ফিরে আসা আমার সবচেয়ে বড় উপহার।“

পোস্টের শেষে আবেগঘন তৃণমূল সাংসদ। লেখেন,
“যতক্ষণ পর্যন্ত তাঁদের আশীর্বাদ থাকবে, আমি লড়াই করব। আমি চেষ্টা করব, তাঁদের জীবন উন্নত করার জন্য। প্রতিদিন কাজ করব। কারণ এটি কেবল আমার নির্বাচনী এলাকা নয়। এটি আমার পরিবার।“
আরও খবর: জল্পনার অবসান, পানিহাটি পুরসভার নতুন চেয়ারম্যান সোমনাথ দে


–

–

–

–

–

–

–
