Wednesday, November 5, 2025

রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুর আমন্ত্রিত চা চক্রেও অপরাজিতা বিল পাশ নিয়ে দরবার করতে পিছপা হল না তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে চা চক্রে বাংলার লোকসভা ও রাজ্যসভার  সব সাংসদদের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার পাশাপাশি  আমন্ত্রিত ছিলেন দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যের সাংসদরাও।জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে সাক্ষাতের সুযোগ কাজে লাগিয়ে অল্প সময়ের ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মাঝেই কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও জুন মালিয়ারা একত্রে রাজ্যের অপরাজিতা বিল দ্রুত পাশের আবেদন করেন রাষ্ট্রপতিকে।তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তার মনে আছে।

এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তার সঙ্গে এই অপরাজিতা বিল  নিয়ে সাক্ষাৎ করেছিলেন। এই বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত তিনি করেন।যদিও পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিতে অপরাজিতা বিল পাস হলেও অনুমোদনের জন্য আটকে রয়েছে রাষ্ট্রপতির কাছে। ছমাসের বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে, তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দ্রুত বিলটির ছাড়পত্র নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দরবার করেছেন, কিন্তু এখনও অবধি মেলেনি ছাড়পত্র।

প্রসঙ্গত, বাংলার অপরাজিতা বিলটির সম্পর্কে  বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই বিলটি কার্যকর হলে নিশ্চিতভাবে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, দোষী এবং ধর্ষকদের দ্রুত শাস্তির প্রদানের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে রাজ্যে। এদিন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে লোকসভার বর্ষিয়ান সংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল, শতাব্দি রায়, জুন মালিয়া, কীর্তি আজাদ ও ইউসুফ  পাঠান এবং রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, দোলা সেনরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চা চক্রে উপস্থিত ছিলেন।

 

spot_img

Related articles

দিনহাটার সাবেক ছিটমহলে মন্ত্রীর হস্তক্ষেপে মিটল অচলাবস্থা, শুরু হল এসআইআর প্রক্রিয়া 

দিনহাটার সাবেক ছিটমহল পোয়াতুরকুঠি ও করলা এলাকায় গিয়ে এসআইআর (Summary Revision of Electoral Roll) নিয়ে বাসিন্দাদের বোঝালেন উত্তরবঙ্গ...

অবাধে কাজ করছে BLO-রা, কমিশনের ব্যাখ্যার পরেও কুৎসা! জবাব তৃণমূলের

অতি দ্রুত এসআইআর প্রক্রিয়া শুরু। একাধিক সমস্যার মধ্যেও সক্রিয়ভাবে যোগদান বিএলও-দের। বাড়ি বাড়ি ফর্ম ফিলাপের (form fill up)...

মদনমোহন মন্দিরে রাস উৎসবের সূচনা, ভক্তদের ভিড়ে মুখর কোচবিহার

রাজআমলের প্রথা মেনে কোচবিহারের মদনমোহন মন্দিরে শুরু হল রাস উৎসব। এদিন সন্ধ্যায় দেবত্র ট্রাস্ট বোর্ডের সভাপতি ও কোচবিহারের...

বিজেপির এসআইআর ষড়যন্ত্র: ব্য়র্থ করে দিতে স্লোগান মুখ্যমন্ত্রীর

বাংলায় হালে পানি পাচ্ছে না বিজেপি। ২০২৪-এর লোকসভা নির্বাচনে বিজেপির ‘আবকি বার ৪০০ পারে’র প্রচার মুখ থুবড়ে পড়েছে।...