Wednesday, November 26, 2025

রাষ্ট্রপতির চা চক্রেও অপরাজিতা বিল দ্রুত অনুমোদনের আবেদন বাংলার সাংসদের

Date:

Share post:

রাষ্ট্রপতি দ্রৌপদী  মুর্মুর আমন্ত্রিত চা চক্রেও অপরাজিতা বিল পাশ নিয়ে দরবার করতে পিছপা হল না তৃণমূল কংগ্রেসের মহিলা সাংসদরা। শুক্রবার রাষ্ট্রপতি ভবনে চা চক্রে বাংলার লোকসভা ও রাজ্যসভার  সব সাংসদদের আমন্ত্রণ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাংলার পাশাপাশি  আমন্ত্রিত ছিলেন দিল্লি, তেলেঙ্গানা, ওড়িশা, গোয়া, তামিলনাড়ু সহ অন্যান্য রাজ্যের সাংসদরাও।জানা গিয়েছে, রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর সঙ্গে সাক্ষাতের সুযোগ কাজে লাগিয়ে অল্প সময়ের ফটোসেশন এবং শুভেচ্ছা বিনিময়ের মাঝেই কাকলি ঘোষ দস্তিদার, দোলা সেন ও জুন মালিয়ারা একত্রে রাজ্যের অপরাজিতা বিল দ্রুত পাশের আবেদন করেন রাষ্ট্রপতিকে।তিনি জানিয়েছেন গোটা বিষয়টি তার মনে আছে।

এর আগে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল তার সঙ্গে এই অপরাজিতা বিল  নিয়ে সাক্ষাৎ করেছিলেন। এই বিষয়টি দেখবেন বলে আশ্বস্ত তিনি করেন।যদিও পশ্চিমবঙ্গের বিধানসভায় সর্বসম্মতিতে অপরাজিতা বিল পাস হলেও অনুমোদনের জন্য আটকে রয়েছে রাষ্ট্রপতির কাছে। ছমাসের বেশি সময় অতিক্রম হয়ে গিয়েছে, তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দল দ্রুত বিলটির ছাড়পত্র নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দরবার করেছেন, কিন্তু এখনও অবধি মেলেনি ছাড়পত্র।

প্রসঙ্গত, বাংলার অপরাজিতা বিলটির সম্পর্কে  বিস্তারিত তথ্য ইতিমধ্যেই রাষ্ট্রপতিকে জানিয়েছেন তৃণমূল কংগ্রেস সাংসদরা। এই বিলটি কার্যকর হলে নিশ্চিতভাবে মৃত্যু অথবা যাবজ্জীবন কারাদণ্ড, দোষী এবং ধর্ষকদের দ্রুত শাস্তির প্রদানের ক্ষেত্রে নয়া দিগন্ত খুলে যাবে রাজ্যে। এদিন রাজ্যের শাসক দলের পক্ষ থেকে লোকসভার বর্ষিয়ান সংসদ সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মন্ডল, শতাব্দি রায়, জুন মালিয়া, কীর্তি আজাদ ও ইউসুফ  পাঠান এবং রাজ্যসভায় সুখেন্দু শেখর রায়, দোলা সেনরা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর চা চক্রে উপস্থিত ছিলেন।

 

spot_img

Related articles

ভেরিফিকেশন পর্ব শেষ: বৃহস্পতিবার শুরু এসএসি-র ইন্টারভিউ প্রক্রিয়া

সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে ডিসেম্বরের মধ্যে এসএসসি-তে শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে সব পদক্ষেপই নিয়েছে রাজ্য শিক্ষা দফতর...

চুক্তিভঙ্গ, যাত্রাভঙ্গ: হেলিকপ্টার সংস্থার বিরুদ্ধে পদক্ষেপ রাজ্য সরকারের

মুখ্যমন্ত্রীর মতুয়া গড়ে যাওয়া নির্দিষ্ট থাকলেও তাতে কী গুরুত্ব দেয়নি হেলিকপ্টার সংস্থা? শেষ মুহূর্তে তাদের বিমার সমস্যায় হেলিকপ্টারে...

কীভাবে SIR চক্রান্ত বাংলায়: বিজেপিকে তোপে বনগাঁ থেকে বোঝালেন মমতা

এসআইআরের নামে এনআরসি করার চক্রান্ত চলছে! এমনই তোপ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বনগাঁর জনসভা থেকে তিনি অভিযোগ করেন,...

মন্দিরবাজারের সভা থেকে কেন্দ্রের বিরুদ্ধে তোপ তৃণমূলের, শুভেন্দুকে কটাক্ষ সুদীপের

দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজারে তৃণমূল কংগ্রেসের সভায় রবিবার জনস্রোত চোখে পড়ার মতো। সভার নেতৃত্বে ছিলেন তৃণমূলের মুখপাত্র সুদীপ...