Sunday, November 9, 2025

হিথরোয় অগ্নিকাণ্ডের জের: মুখ্যমন্ত্রীর লন্ডনযাত্রা পিছিয়ে ২৪ মার্চ, এগিয়ে আনতে রাজ্য-বিমানসংস্থার কথা

Date:

হিথরোয় বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড। সেই আগুন ছড়ায় বিদ্যুৎকেন্দ্রে সংলগ্ন বিমানবন্দরেও। ফলে বিমান চলাচল বন্ধ করা হয়। কবে থেকে পরিস্থিতি স্বাভাবিক হবে তা এখনও জানা যায়নি। এই পরিস্থিতিতে পিছিয়ে গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) লন্ডন সফর। ২২ মার্চের বদলে ২৪ তারিখ তিনি লন্ডন (London) রওনা হবেন বলে খবর। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে আলোচনা করছে রাজ্য সরকার।

পৃথিবীর অন্যতম ব্যস্ত বিমানবন্দর লন্ডনের হিথরো বিমানবন্দর (Heathrow Airport)। সেখানেই বিদ্যুতের সাবস্টেশনে আগুন লেগে যাওয়ায় বিমান ওঠানামায় বিপত্তি বাধে। শুক্রবার কাকভোরে আগুন লাগার ঘটনাটি ঘটে। যুদ্ধকালীন পরিস্থিতিতে দমকলের ১০টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ শুরু করে। শুক্রবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিমানবন্দর বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিস্থিতিতে হিথরোতে সব বিমান ওঠানামা বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। একাধিক বিমান ঘুরপথেও নিয়ে যাওয়া হচ্ছে। অগ্নিকাণ্ডের জেরে লন্ডনগামী বিমান শুক্রবার ফের মুম্বই ফিরে যায়।

হিথরো বিমানবন্দরে (Heathrow Airport) বিমান চলাচল বন্ধ থাকায় বাংলার মুখ্য়মন্ত্রীর লন্ডনযাত্রা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। শনিবার সাতদিনের লন্ডন সফরে তাঁর রওনা হওয়ার কথা ছিল। কিন্তু হিথরো বিমান বন্দর কর্তৃপক্ষ শুক্রবার মধ্যরাত পর্যন্তই বিমান চলাচল বন্ধ রাখায় মমতার সফরের সময় পরিবর্তন করা হল। আগামিকালের পরিবর্তে সোমবার প্রস্তাবিত লন্ডন সফরে রওনা হবেন মুখ্যমন্ত্রী। তবে এই সময় যাতে এগিয়ে আনা যায়, তার জন্য বিমান সংস্থার সঙ্গে রাজ্য সরকারের আলোচনা চলছে বলে সূত্রের খবর।
আরও খবরগলা টিপে দেব! খড়গপুরে মেজাজ হারিয়ে মহিলাদের আক্রমণ দিলীপের! তীব্র নিন্দা তৃণমূলের

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version