যুদ্ধবিরতি চুক্তি শেষ হতে না হতেই গাজা (Gaza) দখলে একের পর এক হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা (Israel Army)। এখনও পর্যন্ত প্রায় ৬০০-র কাছাকাছি প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। বেঞ্জামিনের দেশের তরফে নতুন করে হামলা শুরু করার প্রথম ৪৮ ঘণ্টা হামাসের (Hamas )তরফে কোনও প্রত্যাখাত করা না হলেও, বৃহস্পতিবার থেকে পাল্টা জবাব দিতে শুরু করেছে প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী।

গত বুধবার সকালে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী হুঁশিয়ারি দেন, পণবন্দিদের ছেড়ে দেওয়ার জন্য। তারপরেই স্থলপথে অভিযান শুরু করে সেনা। ইজরায়েলি সেনার (Israel Army) তরফে বিবৃতি দিয়ে মধ্য গাজার নেতজারিম করিডরের বেশিরভাগ অংশ দখলের কথা জানানো হয়।এই করিডরের মাধ্যমেই উত্তর এবং দক্ষিণ গাজার মধ্যে যোগাযোগ বজায় থাকে। ইজরায়েল সেই অংশ দখল করে নেওয়ায় কার্যত দুই ভাগে বিভক্ত হয়েছে গাজা। ইজরায়েলের সেনাদের তরফে নির্দ্বিধায় যে হত্যালী বা চালানো হচ্ছে তাতে শতাধিক শিশুর মৃত্যু হয়েছে। জবাবে বৃহস্পতিবার ইজরায়েলের দিকে রকেট বর্ষণ শুরু করেছে হামাস। ক্রমাগত পরিস্থিতি জটিল হচ্ছে। নতুন করে যুদ্ধবিরতির কোনও সম্ভাবনা তৈরি হয় কিনা এখন সেটাই দেখার।

–

–

–

–

–

–

–

–

–

–