Sunday, November 2, 2025

প্রযুক্তির হাত ধরে উন্নতির শিখরে পৌঁছে যাচ্ছে মহাকাশ বিজ্ঞান। প্রতিনিয়ত মহাকাশে রকেট যাচ্ছে, কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে। কিন্তু এত যে মহাকাশযান পাড়ি দিচ্ছে মহাশূন্যে, তাদের শেষ পরিণতি কী হচ্ছে? আসলে মহাকাশযানেরও কবরখানা রয়েছে। আর তা রয়েছে এই পৃথিবীতেই। নিষিদ্ধ সেই স্থান। সেখানে মানুষ কোনওদিন দিতে পারে না, যাওয়ার চেষ্টাও করে না। কারণ সেখানে মানুষের পৌঁছনো প্রায় অসম্ভব।

মহাকাশযানের আয়ুও তো একদিন না একদিন শেষ হয়। তা যদি মহাকাশেই থেকে যেত, তৈরি হত জঞ্জালের পাহাড়। নিষ্ক্রিয় ওইসব মহাকাশযান ধ্বংস করে দিতে বিশেষ এক কৌশল আবিষ্কার করেছেন মহাকাশ বিজ্ঞানীরা। তাঁরা মহাকাশযানকে নষ্ট করে পৃথিবীতেই নিয়ে আসছেন। ফেলছেন প্রশান্ত মহাসাগরের ( Pacific Ocean) বুকে। তবে তা প্রশান্ত মহাসাগরের যে কোনও জায়গায় ফেলা হচ্ছে না। দক্ষিণ প্রশান্ত মহাসাগরের একটি বিশেষ স্থানেই ফেলার ব্যবস্থা রয়েছে ধ্বংসপ্রাপ্ত মহাকাশযানগুলির। ওই স্থানকেই বলা হয় মহাকাশযানের কবরখানা। প্রশান্ত মহাসাগরের ওই বিশেষ স্থানে আড়াই হাজার কিলোমিটারের মধ্যে কোনও স্থলভাগ নেই। তাই ওই স্থানকেই বেছে নেওয়া হয়েছে মহাকাশযান ধ্বংস করার জন্য। যানটি আছড়ে পড়ার সময় যাতে কোনওভাবেই মানুষের কোনও ক্ষতি না হয়, তাই এই ভাবনা। ধ্বংসপ্রাপ্ত মহাকাশযানগুলির সলিল সমাধি হচ্ছে প্রশান্ত মহাসাগরে। এখন পর্যন্ত জলের তলায় পড়ে আছে আড়াইশোর বেশি মহাকাশযানের ধ্বংসাবশেষ। এমনকী আন্তর্জাতিক স্পেস স্টেশনও প্রশান্ত মহাসাগরের বুকে ওই অংশে আছড়ে পড়বে আয়ু শেষে।

 

Related articles

বিহারে লালু-ঘনিষ্ঠ নেতার মৃত্যুতে গ্রেফতার জেডিইউ প্রার্থী

ভোটের প্রচারে সরবরাহ বিহার (Bihar Assembly Election)। শাসকবিরোধী সব রাজনৈতিক দলই রাস্তায় নেমে নিজের ও দলের কাজকর্মের কথা...

লন্ডনগামী ট্রেনে আততায়ীর হামলা! ছুরির এলোপাথাড়ি কোপে রক্তাক্ত অন্তত ১০

ভয়াবহ কাণ্ড লন্ডনগামী ট্রেনে। দুই আততায়ীর বিরুদ্ধে হঠাৎ করেই ট্রেনের ভিতরে যাত্রীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে। তাদের...

চড়ছে প্রত্যাশার পারদ, আজ বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের সামনে ভারতীয় মহিলা ক্রিকেট দল 

সেমিফাইনালে অসাধ্য সাধন, ফাইনালে একটাই স্লোগান "bring it home"! ১৪০ কোটির দেশ আজ তাকিয়ে আছে ভারতীয় মেয়েদের (Indian...

ভাই শাহরুখের জন্মদিনে মধ্যরাতেই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতার

২ নভেম্বর তারিখটা আসা মানেই শাহরুখ ভক্তদের কাছে এক উৎসবের দিন। দেশ বিদেশে ছড়িয়ে থাকা বলিউড বাদশার ফ্যানেরা...
Exit mobile version