Sunday, May 4, 2025

তৃণমূল কংগ্রেসের পরিষদীয় দল হুইপ জারি করা সত্ত্বেও ৫০ জন বিধায়ক অনুপস্থিত ছিলেন বিধানসভার অধিবেশনে। তাদের বিরুদ্ধে করা অবস্থা নিচ্ছে দলের শৃঙ্খলা রক্ষা কমিটি। বুধ ও বৃহস্পতিবার বিধানসভার অধিবেশনে উপস্থিত থাকার জন্য ওয়েব জারি করা হয়েছিল তৃণমূলের পক্ষ থেকে। কিন্তু সেই হুইপ অমান্য করে বিধানসভায় অনুপস্থিত ছিলেন ৫০ জনের মতো বিধায়ক। তৃণমূল শৃঙ্খলারক্ষা কমিটি অবাধ্য বিধায়কদের তালিকা তৈরির নির্দেশ দিয়েছে।

এবারের বাজেট অধিবেশনে বুধবার ছিল স্বাস্থ্য দফতরের বাজেট। আর বৃহস্পতিবার অর্থ দফতরের একাধিক বিলের উপর আলোচনা হয়। ফলত ওই দু’দিন দলের সমস্ত বিধায়ককে উপস্থিত থাকার জন্য হুইপ জারি করে তৃণমূল কংগ্রেস। তা সত্বেও অধিবেশনে গরহাজির ছিলেন বেশ কিছু বিধায়ক। সরকারিভাবে তৃণমূলের বিধায়ক সংখ্যা ২২০। এর বাইরে রয়েছে দলবদল করা কয়েকজন বিধায়ক। তাদের মধ্যে বুধবার উপস্থিত ছিলেন ২০০ জনের মতো। বৃহস্পতিবার সেই উপস্থিতির সংখ্যা আরও কমে যায়। তৃণমূলের পরিষদীয় দল জানিয়েছে, প্রায় ৫০ জন তৃণমূল বিধায়ক সেদিন গরহাজির ছিলেন।

বিধানসভা ভিত্তিক তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, দলের হুইপ যাঁরা মানেননি, তাঁদের আচরণ দলীয় শৃঙ্খলাভঙ্গের পর্যায়েই পড়ে। অনুপস্থিতির বিধায়কদের একটি তালিকা তৈরি করা হচ্ছে। শৃঙ্খলারক্ষা কমিটিতে আলোচনা করে তাঁদের বিরুদ্ধে করা অবস্থান নেওয়া হবে। এ প্রসঙ্গে মুখ্য সচেতক নির্মল ঘোষ জানান, বুধবারের আগে থেকে যাঁরা বিশেষ কারণে ছুটি নিয়েছিলেন এবং ওই দু’দিন অসুস্থ ছিলেন, তাঁদের বাদ দিয়ে তালিকা তৈরি করা হচ্ছে। প্রয়োজনীয় পদক্ষেপই করা হবে।

আরও পড়ুন- যশোর রোডে দুর্ঘটনা, স্কুটি-ডাম্পারের সংঘর্ষে মৃত যুবক

Related articles

চল্লিশ চাঁদের আয়ু, উৎপল সিনহার কলম

আমার কবিতা অসহায় যত পাগলি মেয়ের প্রলাপ আমার কবিতা পোড়া ইরাকের ধ্বংসে রক্তগোলাপ আমার কবিতা মেধা পাটেকর শাহবানু থেকে গঙ্গা আমার কবিতা অলক্ষ্মীদের বেঁচে...

রোমারিও শেফার্ডের ঝোড়ো ইনিংস, ধোনিদের হারাল বিরাটরা

শেষ মুহূর্তে রোমারিও শেফার্ডের(Romario Shepherd) একটা ঝোরো ইনিংস। আর সেটাই যেন কলকাতা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর(RCB) জয়ের রাস্তাটা প্রশস্ত...

যেতে পারেন: দিলীপ নিয়ে কর্মীদের ‘অস্বস্তিকর’ পোস্টে ব্যবস্থা নেওয়ার বার্তা শমিকের

দিলীপ ঘোষের সময়েই পরিসংখ্যানে বাংলায় বিজেপি সবথেকে ভালো অবস্থানে ছিল। সেই নেতার দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনে যাওয়াকে ঘিরে...

লন্ডনে অ্যাডামাস টেক কনসালট্যান্সির অফিস উদ্বোধন বাবুল সুপ্রিয়র

বিশেষ সংবাদদাতা, লন্ডন: কলকাতার বাঙালির হাতে তৈরি কলকাতার সংস্থার অফিস উদ্বোধন লন্ডনে (London)। শনিবার, অ্যাডামাস টেক কনসালট্যান্সি, ইউ...
Exit mobile version