Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

১) হার দিয়ে আইপিএল-এর অভিযান শুরু করল গতবারের চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স। এদিন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালোরের কাছে ৭ উইকেটে হারল অজিঙ্কে রাহানের দল। আরসিবির হয়ে ম্যাচে ব্যাট হাতে দাপট বিরাট কোহলির। ৫৯ রানে অপরাজিত তিনি। ব্যর্থ গেল নাইট অধিনায়ক অজিঙ্ক রাহানের ৫৬ রান। আরসিবির হয়ে তিন উইকেট ক্রুনাল পান্ডিয়ার।

২) ক্রীড়া ক্ষেত্রে ফের শোকের ছাঁয়া। প্রয়াত বক্সিং কিংবদন্তি জর্জ ফোরম্যান। মৃত্যুকালে বয়স হয়েছিল ৭৬ বছর। নিজ বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ফোরম্যান। ১৯৭৪ সালে ‘রাম্বল ইন দ‍্য জাঙ্গল’-এ মহম্মদ আলির সঙ্গে লড়েছিলেন তিনি। ফোরম্যানের মৃত্যুর খবর পরিবারের তরফ থেকে জানান হয়েছে।

৩) ইডেনে আইপিএল-এ জমকালো উদ্বোধন। মঞ্চ মাতালেন শাহরুখ খান, শ্রেয়া ঘোষাল, দিশা পাটানি, করণ অউজলা। রিঙ্কু ও কোহলির সঙ্গে নাচেন শাহরুখ। মাঠে ছিলেন বোর্ড সভাপতি রজার বিনি। আইসিসি চেয়ারম্যান জয় শাহ।

৪) এ বছর ভারতের মাটিতে শুধু এশিয়া কাপই নয়, হবে মহিলাদের বিশ্বকাপ। সেই প্রতিযোগিতার সম্ভাব্য সময় জানা গেল ভারতীয় বোর্ডের তরফে। আগামী সেপ্টেম্বরে শুরু হতে পারে প্রতিযোগিতা। সব ঠিকঠাক থাকলে বিশাখাপত্তনমে উদ্বোধনী অনুষ্ঠান এবং প্রথম ম্যাচ হবে। প্রতিযোগিতার আয়োজক আইসিসি কিছু দিনের মধ্যেই জানিয়ে দেবে সূচি।

৫) রবিবার আইপিএলে নিজেদের প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে মুম্বই ইন্ডিয়ান্স। সেই ম্যাচের আগে নিজেদের ব্যাটিং অর্ডার ভাঙলেন না মুম্বইয়ের অধিনায়ক সূর্যকুমার। তবে জানিয়ে দিলেন, ব্যাটিং অর্ডারে নীচে নামতে চাইছেন না তিনি।

আরও পড়ুন- ইডেনে ব্যাট হাতে বিরাট দাপট কোহলির, প্রথম ম্যাচে হারের মুখ দেখল কেকেআর

 

—

 

—

 

—