Saturday, August 23, 2025

বিকালেই জল উত্তর হাওড়ায়: ডাম্পিং গ্রাউন্ডই অবৈজ্ঞানিক, মত বিশেষজ্ঞদের

Date:

টানা তিন দিন জল কষ্টের পর অবশেষে রবিবার জল পেতে চলেছেন উত্তর হাওড়ার (Howrah, north) মানুষ নতুন পথে জলের সরবরাহের (water supply) সমস্ত প্রক্রিয়ায় সম্পন্ন জানালো হাওড়া পুরা নিগম কর্তৃপক্ষ। অন্যদিকে বেলগাছিয়ার (Belgachia) এই ভাগাড় তৈরি অবৈজ্ঞানিকভাবে, মত বিশেষজ্ঞদের। অন্তত ৫০ বছর আগে এই ডাম্পিং গ্রাউন্ড (dumping ground) স্থানান্তর করা প্রয়োজন ছিল তাহলে আজকের বিপর্যয় এড়ানোর সম্ভব হত, জানাচ্ছেন তাঁরা।

ইতিমধ্যেই উত্তর হাওড়ায় জল সরবরাহের জন্য নতুনভাবে পাইপ লাইন বসানোর কাজ শেষ হয়ে গিয়েছে। দুপুর পর্যন্ত সেই লাইন দিয়ে দূষিত জল বের করার কাজও শেষ হয়েছে। বিকাল ৫ টা থেকে পরিষ্কার জল (water supply) পাবেন উত্তর হাওড়ার বাসিন্দারা, জানানো হয় পুরো নিগমের তরফ থেকে।

তবে ধসে যে এলাকায় পাইপ লাইন ভেঙে গিয়েছে, সেই পাইপ লাইন মেরামত করা সম্ভব নয়। ফলে এখন থেকে নতুন লাইনেই জল সরবরাহ হবে। ২৫ ডিসেম্বর পর্যন্ত এই পদ্ধতিতে জল সরবরাহ চলার পর সালকিয়ার নতুন পাম্পিং স্টেশন থেকে জল সরবরাহ করা হবে উত্তর হাওড়ার (Howrah, north) বাসিন্দাদের জন্য।

তবে যে ডাম্পিং রাউন্ডের (dumping ground) কারণে এই বিপর্যয়, সেই ডাম্পিং গ্রাউন্ড অন্তত ৫০ বছর আগেই প্রতিস্থাপন প্রয়োজন ছিল বলে মত বিশেষজ্ঞদের। রবিবার ঘটনাস্থলে একদল বিশেষজ্ঞ পরিদর্শনে যান। তাঁরা জানান, আবর্জনা জমানোর আগে মাটির বহন ক্ষমতা পরীক্ষা না করায় আবর্জনার চাপে ধস নেমেছে। আরও জানান, এখনও সেখানে মিথেন (methane) গ্যাস জ্বলছে। সেই সঙ্গে প্রচুর পরিমাণ ময়লার চাপে ফের একবার ধস নামতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নিচে গঙ্গার পলি সরে গিয়ে যে ফাঁকা জায়গা তৈরি হয়েছে, সেখানে দূষিত পদার্থের তরল জমেও বিপর্যয়ের সম্ভাবনার কথা জানাচ্ছেন তাঁরা।

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version