৬ এপ্রিল মুখোমুখি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স এবং লখনউ সুপার জায়ান্ট। তবে সেইদিন রামনবমী হওয়ায়, জানা যায় পুলিশি নিরাপত্তার কারণে ম্যাচ ইডেনে হওয়া সম্ভব নয়। সূত্রের খবর, ম্যাচ সরে গিয়েছে গুয়াহাটিতে। আর এই নিয়ে এবার মুখ খুললেন বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। বললেন, দেখুন না কী হয় শেষ পর্যন্ত।

গতকাল ইডেনে আইপিএল-এর উদ্বোধন ম্যাচ দেখতে আসেন মহারাজ। ম্যাচ শেষে ৬ এপ্রিলের এই ম্যাচ নিয়ে বলেন, “ অপেক্ষা করুন। দেখুন না কী হয় শেষ পর্যন্ত। সমাজমাধ্যমে কলকাতা পুলিশের পোস্ট দেখেননি? আমার মনে হয় না, ম্যাচ কলকাতা থেকে সরে যাবে।“ সূত্রের খবর, দফায় দফায় এই ম্যাচ ঘিরে চলছে বৈঠক।

৬ এপ্রিল ম্যাচে নিরাপত্তা দেওয়া সম্ভব নয় বলে সিএবিকে জানিয়েছিল কলকাতা পুলিশ। সেদিন রামনবমী হওয়ায়, অনুরোধ করা হয়েছিল সূচি পরিবর্তন করে কলকাতা-লখনউ ম্যাচ অন্য দিন করার। সূত্রের খবর, কলকাতা পুলিশের অনুরোধ ভারতীয় ক্রিকেট বোর্ডকে পাঠিয়ে দেয় সিএবি।

আরও পড়ুন- মুম্বই ম্যাচে নামার আগে নিজের অবসর নিয়ে মুখ খুললেন মাহি, কী বললেন তিনি ?


–


–

–

–

–
–

–

–