যুদ্ধবিরতি লঙ্ঘন করে লেবাননে একাধিক বিমান হামলা চালাল ইজরায়েল। এর আগে লেবানন থেকে ইজরায়েলে বেশ কয়েকটি রকেট নিক্ষেপ করা হয়। যার জবাবে পাল্টা হামলা চালায় ইজরায়েল। গত নভেম্বরের যুদ্ধবিরতির পর এটিই সেখানে এখনও পর্যন্ত সবচেয়ে ভয়াবহ হামলা। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই বিমান হামলায় একজন শিশুসহ অন্তত সাতজন নিহত হয়েছেন। আর আহত হয়েছে আরও অন্তত ৪০ জন।

ইজরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, শনিবার লেবানন থেকে ইজরায়েল(IZRAYEL) লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়।এর জবাবেই তারা দক্ষিণ লেবাননে ইরান-সমর্থিত রাজনৈতিক ও সামরিক গোষ্ঠী হিজবুল্লাহর ঘাঁটি লক্ষ্য করে রকেট হামলা চালাতে শুরু করে।লেবাননে হিজবুল্লাহ ও প্যালেস্তাইনপন্থি কয়েকটি সশস্ত্র সংগঠন সক্রিয় রয়েছে। তবে, যুদ্ধবিরতি ভেঙে শনিবারে ইজরায়েলে রকেট হামলার দায় স্বীকার করেনি কেউ।প্রথম দফার হামলার কয়েক ঘণ্টা পর, রাতে দ্বিতীয় দফার হামলা চালানো হয়। ইজরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা হিজবুল্লাহর কমান্ড সেন্টার, অবকাঠামো এবং একটি অস্ত্র ভাণ্ডার লক্ষ্য করে এ হামলা চালিয়েছে।

ইজরায়েল দাবি করেছে, তারা সীমান্তের ওপার থেকে ছোড়া রকেট প্রতিহত করেছে।তবে ইজরায়েলের দাবি অস্বীকার করে হিজবুল্লাহ বলেছে, রকেট ছোড়ার সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই এবং তারা যুদ্ধবিরতিতে প্রতিশ্রুতিবদ্ধ আছে। অন্য কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।তবে ইজরায়েলের হামলার পর পালটা দেশের সেনাকে সতর্ক থাকার পাশাপাশি সমস্ত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন লেবাননের প্রধানমন্ত্রী।

প্রসঙ্গত, ২০২৩ সালের ৭ অক্টোবর ইজরায়েলের মাটিতে হামাসের হামলার পর উত্তপ্ত হয়ে ওঠে মধ্যপ্রাচ্য। যুদ্ধ শুরু হয় গাজা ও ইজরায়েলের মধ্যে। ভয়াবহ সেই যুদ্ধে একে একে জড়িয়ে পড়ে লেবানন,(LEBANAN) ইরানের মতো দেশগুলি। তবে সময়ের সঙ্গে পরিস্থিতি কিছুটা থিতু হয়। গত বছরের ২৭ নভেম্বর ইজরায়েলের সঙ্গে সংঘর্ষ বিরতি চুক্তি করে লেবানন। সেই সময় দুই মাসের জন্য একে অন্যের বিরুদ্ধে কোনও হামলা চালাবে না বলে প্রতিশ্রুতিবদ্ধ হয় হিজবুল্লাহ ও ইজরায়েল। পরে আরও বাড়ানো হয় সেই চুক্তি।


–


–

–

–

–
–

–

–