Friday, January 9, 2026

সুশান্ত মৃত্যু মামলা থেকে রেহাই রিয়ার, রাতারাতি ভোলবদল সমালোচকদের

Date:

Share post:

প্রেমিকের অস্বাভাবিক মৃত্যু এক রাতের মধ্যেই বদলে দিয়েছিল বলিউড অভিনেত্রীর জীবন। এক মুহূর্তের মধ্যে নেটপাড়ার চোখে ‘ভিলেন’ হয়ে উঠেছিলেন তিনি। আর এবার থেকে রেহাই পেতেই রাতারাতি ভোলবদল সেই অনুরাগীদেরই। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন সুশান্ত সিং রাজপুত এবং রিয়া চক্রবর্তীর (Sushant Singh Rajput & Rhea Chakraborty) কথাই বলা হচ্ছে। বলিউড (Bollywood) অভিনেতা আত্মহত্যা করতেই পারেন না বরং তাঁকে প্ররোচনা দেওয়া হয়েছিল, অভিযোগ তুলে সরাসরি অভিনেত্রী রিয়া চক্রবর্তীর (যিনি আবার নায়কের প্রেমিকা ছিলেন) দিকে আঙুল তুলেছিলেন সুশান্তের দিদি। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে অভিনেত্রী রিয়া এবং তাঁর ভাই শৌভিক চক্রবর্তীকে গ্রেফতার করা হয়। পরে আদালতে মামলা ওঠার পর দুজনের জেল হেফাজত হয়। সেই সময় এ-ও শোনা গিয়েছিল, অভিনেত্রী নাকি নিয়মিত মাদক সরবরাহ করতেন সুশান্তকে। গোটা দেশ নায়িকাকে ‘খলনায়িকা’ বানাতে বিন্দুমাত্র সময় নষ্ট করেনি। প্রায় পাঁচ বছর ধরে তদন্ত করার পর শনিবার CBI চার্জশিট জমা করে জানাল, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত (Sushant Singh Rajput) । এই একটা কথায় যেন শাপমুক্তি রিয়া চক্রবর্তীর। এরপরই স্যোশাল মিডিয়ায় (Social Media) নয়া চর্চা, বলিউড অভিনেত্রীর কাছে ক্ষমা চাওয়া উচিত তাঁর সমালোচকদের।

সুশান্তের সঙ্গে সম্পর্কে থাকলেও কখনই তাঁকে মাদক সরবরাহ করেননি প্রেমিকা রিয়া। মামলার শুরু থেকে এই একই কথা বলে গেছেন তিনি। বারবার বোঝাতে চেয়েছেন অভিনেতার মৃত্যুর সঙ্গে তাঁর কোনও যোগ নেই। কিন্তু সমাজমাধ্যম সে কথা শুনলে তো। প্রেমে জড়িয়ে রিয়া তখন কলঙ্কিনী রাধা! নায়িকা গারদের পিছনে যেতেই তাঁকে বয়কট করল বলিউড, শেষ হল ক্যারিয়ার। কিন্তু রিয়া হাল ছাড়েননি। সত্যি সামনে আসবেই, এমনই দাবি ছিল তাঁর। শনিবার রিয়া এবং তাঁর ভাইয়ের উপর থেকে যাবতীয় চার্জশিট তুলে নিয়েছে সিবিআই। আর এক রাতেই মধ্যেই নেটিজেনদের চোখে খলনায়িকা থেকে ফের নায়িকা হয়ে উঠেছেন রিয়া। তাঁর কাছে সবার ক্ষমা চাওয়া উচিত এই মন্তব্যে ছয়লাপ সোশ্যাল মিডিয়া।

 

 

 

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...