Tuesday, November 18, 2025

জমানা বদলেছে। রাজ্যের শাসকদলের রং বদলেছে। কিন্তু বদলায়নি কুণাল ঘোষের (Kunal Ghosh) সফরসঙ্গী টি-শার্ট। লাল-সাদা-নীল-ধুসর রঙের স্ট্রাইপ দেওয়া টি-শার্টটি (T-Shirt) খুবই প্রিয় তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সফরসঙ্গী হয়ে লন্ডনে গিয়ে সোমবার সেই টি-শার্ট পরেই কুণাল জানালেন, যতদিন ঠিক থাকবে, ততদিন এই টি-শার্টটি নিয়ে বিদেশ সফর করবেন তিনি।

২০০৫ সালে প্রথম লন্ডনে যাওয়া সাংবাদিক কুণাল ঘোষের। কলকাতা-হিথরো সরাসরি বিমান পরিষেবা চালুর সময় এয়ার ইন্ডিয়ার আমন্ত্রণে লন্ডন যান কুণাল। পরে যাত্রীর অভাবে সেই উড়ান বন্ধ হয়ে যায়। সেই সফরের সঙ্গী ছিল এই টি-শার্ট (T-Shirt)। এদিন লন্ডনের রাস্তায় প্রিয় পোশাক গায়ে চড়িয়ে ভিডিও করেন কুণাল। স্মৃতিচারণ করেন নিজের বিভিন্ন বিদেশ যাত্রার।

কুণালের কথায়, বিশ্বের বিভিন্ন জায়গায় ঘুরেছি। সাংবাদিক হিসেবে, প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রয়াত বুদ্ধদেব ভট্টাচার্যের সফরসঙ্গী হিসেবে সিঙ্গাপুর-জাকার্তা, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে স্পেন-দুবাইয়ের পরে এবার লন্ডন (London) গিয়েছেন। এছাড়াও চায়না, হকংকং, বেজিং, মরিশাস- পৃথিবীর যে প্রান্তেই যান না কেন এই টি -শার্ট ব্যাগে ঢোকাতে ভোলেন না কুণাল ঘোষ। ২০২৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হিসেবে স্পেন-দুবাইয়ে গিয়েও এই টি-শার্ট পরে ছবি পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। সঙ্গে ছিল বুদ্ধদেবের সঙ্গে সফরে টি-শার্টের পরা ছবিও। ক্রমশ টি-শার্টটি রীতিমতো কুণালের সফরসঙ্গী হয়ে উঠেছে। তাঁর কথায়, যতদিন পরার মতো অবস্থায় থাকবে,ততদিন তিনি বিশ্বের যে প্রান্তেই যান না কেন, সঙ্গী থাকবে তাঁর প্রিয় এই টি-শার্ট। তা হলে কী সফর থেকে ফিরে কুণাল বই লিখবেন, আমি ও আমার টি-শার্ট!

আরও খবরবিকেলেই লন্ডনে ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, বাংলার উন্নয়ন লক্ষ্য মুখ্যমন্ত্রীর

Related articles

রাজ্যে আরও কর্মসংস্থানের সম্ভাবনা: ৯ হাজার কোটি টাকা বিনিয়োগ রঘুনাথপুর শিল্পতালুকে

রঘুনাথপুরে (Raghunathpur) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) হাতে গড়া জঙ্গলসুন্দরী কর্মনগরীতে আসতে চলেছে আরও ৯ হাজার কোটি টাকা...

সুজনের প্রতি সৌজন্য, গিলের বিকল্প নিয়ে ভাবনা শুরু গম্ভীরের

ইডেন থেকেই দ্বিতীয় টেস্টের প্রস্তুতি শুরু করে দিল ভারত।  সোমবার বিশ্রাম কাটিয়ে মঙ্গলবার ইডেনে অনুশীলন শুরু করে দিল...

SIR পিছনোর আর্জি নিয়ে এবার শীর্ষ আদালতে কেরালা সরকার

বাংলা ও তামিলনাড়ুর পথে হেঁটে এবার SIR ইস্যুতে সুপ্রিম কোর্টে (Supreme Court) মামলা করল কেরালার বিজয়ন সরকার (Kerala...

তিহাড় জেলের জেল পালানো কয়েদি গ্রেফতার, সাফল্য কলকাতা পুলিশের

বড় সাফল্য কলকাতা পুলিশের! তিহাড় জেলের কুখ্যাত আসামি গ্রেফতার খাস কলকাতায়। দিল্লি পুলিশ ও উত্তরপ্রদেশ পুলিশের অপদার্থতায় জেল...
Exit mobile version