Sunday, August 24, 2025

রাজ্য জুড়ে হইচই, ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে তাল তাল সোনার খোঁজ!

Date:

ওড়িশার বিভিন্ন জায়গায় মিলছে সোনার খোঁজ। এনিয়ে রাজ্যে হইচই পড়ে গিয়েছে। জগন্নাথের রাজ্যে জ্যাকপট লেগেছে বলেও এখন বিভিন্ন মহল থেকে উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে।একটি নয়, ওড়িশার তিনটি পৃথক জেলায় একাধিক সোনার খনির খোঁজ মিলেছে। রাজ্য বিধানসভায় একথা জানিয়েছেন স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মালিক।ওধেনকানালের বিধায়ক সুধীর কুমার সামালের এক লিখিত প্রশ্নের জবাব দিতে গিয়েই বিধানসভায় দাঁড়িয়ে স্টিল ও খনিমন্ত্রী প্রফুল্ল মালিক বলেন, “খনি ও জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া (GSI) কর্তৃপক্ষের সমীক্ষায় তিনটি জেলায় ভূ-পৃষ্ঠের নীচে সোনা গচ্ছিত থাকার কথা প্রকাশ্যে এসেছে। দেওগড়, কেওনঝড় এবং ময়ূরভঞ্জ জেলায় সোনার খনির খোঁজ মিলেছে।”

সোনার খনির সন্ধানের বিষয়ে মন্ত্রী প্রফুল্ল মালিক আরও বলেন, “কেওনঝড় জেলার চারটি স্থানে, ময়ূরভঞ্জ জেলার চারটি স্থানে এবং দেওগড় জেলার একটি স্থানে সোনা গচ্ছিত রয়েছে বলে খনি ও GSI-এর সমীক্ষায় উঠে এসেছে।”

জানা গিয়েছে, ওড়িশার ভূতাত্ত্বিক বিভাগের সাহায্যে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI) একটি মানচিত্র তৈরি করে। যার সাহায্যে খনিজ সম্পদে সমৃদ্ধ স্থানগুলোর উপর নানা গবেষণা চালানো হচ্ছে। সেই গবেষণাতেই মিলেছে মাটির নিচে থাকা সোনার হদিশ।

ড়িশার খনি মন্ত্রী বিভূতি জেনা ওই সোনার খোঁজের কথা জানিয়েছেন রাজ্য বিধানসভায়। তিনি জানিয়েছেন রাজ্যের বিভিন্ন জেলায় রয়েছে সোনার ভান্ডার।

_

 

Related articles

বিশ্বের ২০ লক্ষ মানুষকে বাঁচানোর চ্যালেঞ্জ: সাপের বিষের ওষুধও এবার বানাবে AI

স্কুল জীবনে বিজ্ঞানের সুফল ও কুফল সকলেই কম বেশি পড়ে থাকি। তারপরেও বিজ্ঞানের কোনও প্রযুক্তি হাতে এলে তার...

চিকিৎসায় গাফিলতির জেরে একবালপুরের নার্সিংহোম বন্ধের নির্দেশ স্বাস্থ্য কমিশনের

আরএমও সেজে অন্তঃসত্ত্বা মহিলাকে ভুল ইঞ্জেকশন দিয়েছিলেন চিকিৎসকের সহকারী, এবার অভিযুক্ত একবালপুরের ওই নার্সিংহোম বন্ধের নির্দেশ দিল স্বাস্থ্য...

‘মেরেই জেলে যাবো’, হুমকির পর স্ত্রীকে পিটিয়ে খুন স্বামীর

দাম্পত্য অশান্তি শেষমেশ রক্তাক্ত পরিণতির দিকে গড়াল। হুগলির দাদপুর থানার বিলাতপুর এলাকায় স্বামীর হাতে খুন হলেন স্ত্রী। ঘটনার...

বলিউডে অভিমান! দক্ষিণ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ডেবিউ দিব্যার

বলিউডের অভিনেত্রী দিব্যা দত্তা (Divya Dutta) এবার দক্ষিণ ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রাখলেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে বহু ছবিতে...
Exit mobile version