Thursday, May 15, 2025

আজ দিল্লির সামনে LSG, লখনউ-এর বিরুদ্ধে কি খেলবেন রাহুল ? মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর

Date:

Share post:

আজ আইপিএল-এর প্রথম ম্যাচে নামছে দিল্লি ক্যাপিটালস। প্রথম ম্যাচে তাদের প্রতিপক্ষ লখনউ সুপার জায়ান্ট। গত তিন মরশুম লখনউতে ছিলেন কে এল রাহুল। তবে এই মরশুমে নতুন দল। দিল্লিতে যোগ দিয়েছেন রাহুল। পুরোনো দলের বিরুদ্ধে কি খেলবেন রাহুল সেই নিয়ে মুখ খুললেন দলের অধিনায়ক অক্ষর প্যাটেল। যদিও রাহুলের খেলা নিয়ে ধোঁয়াশা রাখলেন তিনি।

এই নিয়ে ম্যাচের আগে অক্ষর প্যাটেল বলেন, “দলে যোগ দিয়েছে রাহুল। তবে ওর কিছু ব্যক্তিগত সমস্যা আছে। তাই, ওর খেলার ব্যাপারে এখনও কিছু জানি না। রাহুল ফিরলে আমরা তাকে জিজ্ঞাসা করব। ওর শারীরিক ও মানসিকভাবে কেমন আছে, সেটা দেখেই সিদ্ধান্ত নেওয়া হবে। তখনই জানা যাবে রাহুল খেলবে কিনা। তবে আপাতত কিছু জানি না।“ এখানেই না থেমে দিল্লি অধিনায়ক আরও বলেন, “ ২০১৯ সাল থেকে এই ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলছি। একজন ক্রিকেটার হিসেবে আমার বেড়ে ওঠার ক্ষেত্রে বড় ভূমিকা নিয়েছে এই দল। অধিনায়কত্বের দায়িত্ব পাওয়া বড় সম্মান। আমাদের দলে বেশ কয়েকজন রয়েছে, যাদের নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে। ওদের অভিজ্ঞতা থেকেও শিখছি। কেএল রাহুল এবং ফাফ ডু প্লেসিসের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা পাশে রয়েছেন। যা আশ্বস্ত করে। আমাদের দল যথেষ্ট ভালো। ভালো করার ব্যাপারেও আত্মবিশ্বাসী।“

এর আগে লখনউ-এর হয়ে নেতৃত্ব দিয়েছেন রাহুল। কিন্তু মেগা নিলামের আগে রাহুলকে ছেড়ে দেয় এলএসজি। নিলামে ১৪ কোটি টাকায় রাহুকে কিনেছে দিল্লি কর্তৃপক্ষ। জানা গিয়েছে, শীঘ্রই বাবা হতে চলেছেন রাহুল। তাঁর স্ত্রী অভিনেত্রী আথিয়া শেট্টি অন্তঃসত্ত্বা।

আরও পড়ুন- গুরুতর অসুস্থ তামিম ইকবাল, মাঠেই আক্রান্ত হৃদরোগে

spot_img

Related articles

হাসপাতালে ভর্তি প্রভাত রায়, পরিচালকের সংক্রমণ নিয়ে বাড়ছে আশঙ্কা

গুরুতর অসুস্থ হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন বর্ষীয়ান পরিচালক প্রভাত রায় (Director Prabhat Roy)। বেশ কিছু...

সংঘাত নয়, সুসংহত আন্দোলনেই হবে টেকনিশিয়ানদের মর্যাদা ও ন্যায্য দাবি আদায়, বার্তা স্বরূপের

বঞ্চনার প্রতিবাদে প্রযোজক ও পরিচালকদের একাংশের বিরুদ্ধে এবার সর্বভারতীয় স্তরে একযোগে প্রতিবাদে শামিল হয়েছেন টেকনিশিয়ানরা। টলিপাড়ার টেকনিশিয়ানদের দেখানো...

সুপ্রিম কোর্টকে ১৪ প্রশ্ন রাষ্ট্রপতির, সংবিধান সংকটে কঠিন পরীক্ষার মুখে প্রধান বিচারপতি

রাষ্ট্রপতির ১৪টি প্রশ্নে দেশে কার্যত সাংবিধানিক সংকটের পরিস্থিতি তৈরি হয়েছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাই শপথ...

বিধায়ক তাপস সাহার প্রয়াণে মর্মাহত মুখ্যমন্ত্রী, শোকপ্রকাশ অভিষেকেরও

তেহট্টের তৃণমূল বিধায়ক তাপস সাহার (Tapas Saha) প্রয়াণে শোকজ্ঞাপন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...