শর্ত সাপেক্ষে বারুইপুরে শুভেন্দুর কর্মসূচিতে অনুমতি হাইকোর্টের

বারুইপুর পুলিশ সুপারের দফতরের বাইরে বিজেপির প্রতিবাদ-বিক্ষোভ কর্মসূচিতে একাধিক শর্ত চাপাল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। আগামী ২৭ মার্চ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) এই কর্মসূচির ঠিক আগের দিন আদালত স্পষ্ট জানিয়ে দিল এক হাজারের বেশি লোক নিয়ে মিটিং বা মিছিল করা যাবে না। ২৫টির বেশি মাইক ব্যবহার নয়, এমনকি হাসপাতাল সংলগ্ন এলাকায় কোনও চিৎকার বা তারস্বরে স্লোগান দেওয়া চলবে না।

বারুইপুরে গো ব্যাক স্লোগান শুনতে হয়েছে নন্দীগ্রামের বিধায়ককে। পাশাপাশি কালো পতাকাও দেখানো হয় তাঁকে। কার্যত তাঁকে ‘বয়কট’ করেন সেখানকার মানুষ। সেই ‘অপমান’ হজম করতে না পেরে একের পর এক কর্মসূচির নামে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বিজেপি। বৃহস্পতিবার শুভেন্দুদের কর্মসূচিতে যাতে কোনও বিশৃঙ্খলা তৈরি না হয় সেদিকে নজর দিতে হবে পুলিশকে, জানিয়েছে আদালত। পাশাপাশি কোনও উস্কানিমূলক মন্তব্য করা যাবে না বলেও বিজেপিকে (BJP)সতর্ক করেছে কোর্ট। অন্যদিকে সংরক্ষণ নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশের আগেই রাজ্য সরকার সার্ভে শুরু করে দিয়েছে বলেও অভিযোগ করেছেন শুভেন্দু। যদিও আদালতের নির্দেশ মেনে ইতিমধ্যেই ওবিসি সংক্রান্ত সব হলফনামা জমা করেছে রাজ্য সরকার।