Saturday, May 17, 2025

অবসরের ৪দিন আগে যাদবপুরের উপাচার্যকে অপসারণ রাজ্যপালের! অচলাবস্থা তৈরিতে ক্ষুব্ধ ব্রাত্য

Date:

Share post:

ফের রাজ্যপাল তথা আচার্য সি ভি আনন্দ বোসের (C V Anand Bose) খামখেয়ালি! অবসরের চারদিন আগে সরিয়ে দেওয়া হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তকে (Bhaskar Gupta)। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তাঁর অভিযোগ, যাদবপুর বিশ্ববিদ্যালয় (Javabpur University) অচলাবস্থা তৈরি করলেন রাজ্যপাল।

ওয়েবকুপার বৈঠককে কেন্দ্র করে প্রায় একমাস আগে উত্তাল হয় যাদবপুর বিশ্ববিদ্য়ালয় (Javabpur University)। তার কিছু রেশ এখনও রয়েছে। এই পরিস্থিতিতে বারবার প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী উপাচার্য ভাস্কর গুপ্তর ভূমিকা নিয়ে। এই পরিস্থিতিতে তাঁকে অপসারণের চিঠি পাঠাল রাজভবন।

রাজ্যপালে পছন্দমতো গতবছর এপ্রিলে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পান ভাস্কর গুপ্ত। এই মাসের ৩১ তারিখ তাঁর অবসর গ্রহণের কথা। কিন্তু তার আগেই শুক্রবার,  রাজভবনের তরফে ভাস্কর গুপ্তকে চিঠি পাঠিয়ে বলে হয়, নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল তা প্রত্যাহার করা হল। তাৎক্ষণিক ভিত্তিতেই এই নির্দেশ কার্যকর। তবে কেন এই অপসারণ তার কোনও কারণ চিঠিতে নেই বলে জানান ভাস্কর। তাঁর কথায়, মাননীয় আচার্যের অধিকার আছে, তিনি যা নির্দেশ দেবেন, সেটাই হবে। আমি বিশ্ববিদ্যালয়কে ভালোবাসি। যখনই বিশ্ববিদ্যালয় ডাকবে আমি থাকব। এই নির্দেশের বিষয়টি স্বীকার করে নিয়েছেন যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের দায়িত্বপ্রাপ্ত রেজিস্ট্রার ইন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায়।

আচমকা এই অপসারণে ক্ষুব্ধ ব্রাত্য বসু। তাঁর মতে, এতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা তৈরি করলেন রাজ্যপাল। শিক্ষামন্ত্রী বলেন, মুখ্যমন্ত্রী তো আগেই তালিকা পাঠিয়েছিলেন, সেখান থেকে কেন একজনকে বেছে নেওয়া হলো না!

এর পাশাপাশি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রাজনৈতিক ব্যক্তিদের না ডাকা নিয়ে কলকাতা হাই কোর্টে নির্দেশ সম্পর্ক ব্রাত্য বলেন, “হাইকোর্ট থেকে বলা হয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কোনও রাজনৈতিক ব্যক্তিত্বকে ডাকা যাবে না- এই প্রসঙ্গে আমার কোন বক্তব্য নেই। এটা আদালতের পর্যবেক্ষণ আমার কিছু বলার নেই। এই নিয়ে কোন মন্তব্য করতে চাই না।“
আরও খবরকফিনে শেষ পেরেক! অক্সফোর্ডে SFI-এর অসভ্যতার পাল্টা দেবাংশু

spot_img

Related articles

সরকারি জমির রেকর্ড এবার অনলাইনে, ‘বাংলার ভূমি’ পোর্টালে মিলবে সব তথ্য

সরকারি খাস জমির বেআইনি হস্তান্তর ও দখল রুখতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। এবার থেকে ‘বাংলার ভূমি’ পোর্টালের...

কালিয়াচকের হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত মূল অভিযুক্ত, ফাঁসির সাজা ঘোষণা আদালতের

প্রায় চার বছর আগে মালদহের কালিয়াচকে ঘটে যাওয়া চাঞ্চল্যকর চার খুনের ঘটনায় অবশেষে দোষী সাব্যস্ত হলেন পরিবারেরই ছোটো...

সেনার বীরত্বকে সম্মান: ত্রিপুরা, অসমেও তৃণমূলের শহিদ তর্পণ

পাকিস্তানের জঙ্গিদের থেকে দেশের মানুষকে নিরাপত্তা দিতে গিয়ে শহিদ ভারতীয় সেনার (Indian Army) জওয়ান থেকে বিএসএফ (BSF)। পাকিস্তানের...

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে ‘নাটক’! তীব্র কটাক্ষ ফিরহাদ-কুণালের

বিকাশ ভবনের সামনে আন্দোলনের নামে বিশঙ্খলা তৈরি করছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। বিকাশ ভবনের কর্মীদের অফিস থেকে বেরনোর পথ...