Saturday, August 23, 2025

সফল লন্ডন সফর শেষে ঘরে ফেরা- দুবাই পৌঁছলেন মুখ্যমন্ত্রী, সন্ধ্যায় নামবেন কলকাতায়

Date:

কুণাল ঘোষ, সফরসঙ্গী

ব্রিটিশ ভূমিতে বাংলার উন্নয়নের কথা তুলে ধরার পর এবার ঘরে ফেরার পালা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee, CM of WB) সফল লন্ডন সফর শেষে শনির সন্ধ্যায় কলকাতায় প্রত্যাবর্তন। এদিন স্থানীয় সময় সকাল আটটা পাঁচ মিনিট নাগাদ দুবাই বিমানবন্দরে (Dubai International Airport) পৌঁছন বাংলার প্রশাসনিক প্রধান। সঙ্গে রয়েছে তাঁর প্রতিনিধি দল। দুবাই বিমানবন্দরে ভূগর্ভস্থ অটোমেটিক ট্রেনে টার্মিনাল বদল মুখ্যমন্ত্রীর, আপাতত দুপুরের বিমানে কলকাতা উড়ানের অপেক্ষা।

টানা ৬ দিন ঠাসা কর্মসূচির পর শুক্রবারই লন্ডনের হিথরো বিমানবন্দর থেকে দুবাইয়ের উদ্দেশে পাড়ি দেন মমতা। গত রবিবার (২৩ মার্চ ) দুপুর সাড়ে ১২টা নাগাদ (ভারতীয় সময়) লন্ডনে পৌঁছন মুখ্যমন্ত্রী। সোমবার ভারতীয় হাই কমিশনের অনুষ্ঠান, মঙ্গলে ছিল বাণিজ্য সম্মেলন, টেমসের ধারে বুধের প্রাতঃভ্রমণ করার পাশাপাশি সৌরভপত্নী ডোনা গঙ্গোপাধ্যায়ের (Dona Ganguly) সঙ্গে খোশমেজাজে গল্প করতেও দেখা যায় মমতাকে। বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের (University of Oxford) কেলগ কলেজের ঐতিহাসিক অনুষ্ঠানে বাংলার জনমুখী প্রকল্প থেকে শুরু করে নারী ক্ষমতায়নের বার্তা দেন তিনি। বিশ্বের অন্যতম প্রাচীন শিক্ষাঙ্গনে মুখ্যমন্ত্রীর কথা শোনার জন্য পড়ুয়া এবং প্রবাসীদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। বাম-রামের ষড়যন্ত্র বানচাল করে যে অসামান্য দক্ষতায় মুখ্যমন্ত্রী পরিস্থিতি সামলেছেন তার প্রশংসায় পঞ্চমুখ রাজনৈতিক মহলও। এই সফরের মধ্যেই রাজ্য সরকারি শীর্ষকর্তারা ব্রিটিশ বণিক মহলের সঙ্গে একটি বৈঠক হয়। সেদিকেও নজর রাখেন মমতা। বাণিজ্য সম্মেলনে কলকাতা- লন্ডন সরাসরি উড়ান পরিষেবা চালুর আর্জি জানানোর পাশাপাশি অক্সফোর্ড কর্তৃপক্ষকে মহানগরীতে ক্যাম্পাস তৈরীর অনুরোধ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার ফেরার পালা। শুক্রবার লন্ডনের স্থানীয় সময় রাত ১০টা নাগাদ রওনা দেন তিনি। সকালে পৌঁছেছেন দুবাইয়ে, সন্ধ্যা নাগাদ শহরে ফিরবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Related articles

ডেঙ্গি সংক্রমণ রুখতে তৎপর রাজ্য! জেলাগুলিকে একগুচ্ছ কড়া নির্দেশ মুখ্যসচিবের 

রাজ্যে ডেঙ্গি সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় শনিবার নবান্নে জেলাশাসক ও স্বাস্থ্য দফতরের আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠকে বসেন মুখ্যসচিব...

দায় বেসরকারিকরণ নীতির! মোদিরাজে পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক কর্মী

মোদি সরকারের আমলে বিগত পাঁচ বছরে চাকরি হারিয়েছেন লক্ষাধিক সরকারি কর্মী। সম্প্রতি লোকসভায় এমনই চাঞ্চল্যকর তথ্য দিল কেন্দ্র।...

পুজোর আগে প্রায় দ্বিগুণ দুধ উৎপাদনে বাংলার ডেয়ারি 

কলকাতা এবং সংলগ্ন জেলাগুলিতে প্যাকেটজাত দুধের জোগান বাড়াতে রাজ্য সরকারি ব্র্যান্ড বাংলার ডেয়ারি বড় পদক্ষেপ নিতে চলেছে। পুজোর...

পিছনে দৌড়! স্নাতক স্তরে বৈদিক গণিত আনার চেষ্টা UGC-র

গোটা বিশ্ব গণিতের ক্ষেত্রে যেখানে নতুন উদ্ভাবনী ধারণা নিয়ে আসছে, সেখানে ভারতের শিক্ষা ক্ষেত্রে পিছন দিকে হাঁটা শুরু...
Exit mobile version