Saturday, November 29, 2025

সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি: কর্ণাটকে সুইসাইড নোট লিখে আত্মঘাতী

Date:

Share post:

সাইবার প্রতারণা গোটা দেশে চরম আকার নিচ্ছে প্রতি নিয়ত। প্রযুক্তি যত ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত এলাকায়, তত বেশি তার অপব্যবহার করছে দুষ্কৃতীরা। এবার সেই প্রতারণা চক্রের (cyber fraud) শিকার হয়ে আত্মঘাতী কর্ণাটকের এক বৃদ্ধ দম্পতি। কারও অনুগ্রহে বাঁচবেন না বলেই সুইসাইড নোটে (suicide note) উল্লেখ করে আত্মঘাতী হন তাঁরা, এমনটাই উঠে এসেছে পুলিশি তদন্তে।

কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ডিওজেরন নাজারেথ মহারাষ্ট্রের সচিবালয়ের একজন কর্মী ছিলেন। ৮২ বছরের ডিওজেরন ও তাঁর স্ত্রী ফ্লাভিয়ানা নিঃসন্তান ছিলেন। সম্প্রতি তাঁদের কাছে একটি ফোন আসে যেখানে টেলিকম দফতরের ফোন বলে তাঁকে সিমকার্ড (sim card) নিয়ে ভয় দেখানো হয়। তাঁর নামে সিম তুলে জালিয়াতির কাজে লাগানো হচ্ছে এমনটা দাবি করা হয়। সেই ফোনেই আরও এক ব্যক্তি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক দাবি করে সম্পত্তির বিবরণ গ্রহণ করেন। এরপরই টাকার জন্য চাপ দেওয়া শুরু হয়।

ধাপে ধাপে ৫০ লক্ষ টাকা তিনি দিয়ে দেন প্রতারকদের। অন্যদিকে আগেই গোল্ড লোন ছিল তাঁদের মাথার উপর। এই পরিস্থিতিতে কারও অনুগ্রহে বাঁচবেন না, এই কারণেই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি। সেই সঙ্গে তাঁদের শরীর চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনার কাজের জন্য দান করার আবেদনও তাঁরা জানান সুইসাইড নোটে। প্রাথমিকভাবে সুইসাইড নোট (suicide note) অনুযায়ী আত্মহত্যার মামলা ও প্রতারণার (fraud) মধ্যে দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেহ ময়নাতদন্ত না হলে আত্মহত্যা বা খুন, তা নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ।

spot_img

Related articles

গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ অগ্নিকাণ্ড: নৈহাটিতে ভষ্মীভূত অন্তত সাতটি বাড়ি

ভয়াবহ আগুনে একের পরে এক বাড়িতে আগুন উত্তর চব্বিশ পরগণার নৈহাটিতে। প্রাথমিকভাবে স্থানীয়দের দাবি, গ্যাস সিলিন্ডার (gas cylinder)...

বহরমপুরে খুন তৃণমূল কর্মী: অভিযোগের তির কংগ্রেসের দিকে

রাতের অন্ধকারে দুষ্কৃতী তাণ্ডব মুর্শিদাবাদের বহরমপুরে। ছুরির আঘাতে প্রাণ গেল তৃণমূল কর্মীর। কংগ্রেস কর্মীদের সঙ্গে বচসার জেরে তৃণমূল...

সোমবার লোকায়ুক্ত নির্বাচনে বৈঠক নবান্নে: বিরোধী দলনেতাকে আমন্ত্রণে বিরূপ উত্তর!

রাজ্যের লোকায়ুক্ত নিয়োগের বৈঠক ডাকল রাজ্য প্রশাসন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে রাজ্যের লোকায়ুক্ত (Lokayukta) নির্ধারণ করে তাঁর নিয়োগ...

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

জয়িতা মৌলিক পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ...