Friday, January 9, 2026

সাইবার প্রতারণার শিকার বৃদ্ধ দম্পতি: কর্ণাটকে সুইসাইড নোট লিখে আত্মঘাতী

Date:

Share post:

সাইবার প্রতারণা গোটা দেশে চরম আকার নিচ্ছে প্রতি নিয়ত। প্রযুক্তি যত ছড়িয়ে পড়ছে প্রত্যন্ত এলাকায়, তত বেশি তার অপব্যবহার করছে দুষ্কৃতীরা। এবার সেই প্রতারণা চক্রের (cyber fraud) শিকার হয়ে আত্মঘাতী কর্ণাটকের এক বৃদ্ধ দম্পতি। কারও অনুগ্রহে বাঁচবেন না বলেই সুইসাইড নোটে (suicide note) উল্লেখ করে আত্মঘাতী হন তাঁরা, এমনটাই উঠে এসেছে পুলিশি তদন্তে।

কর্ণাটকের বেলাগাভির বাসিন্দা ডিওজেরন নাজারেথ মহারাষ্ট্রের সচিবালয়ের একজন কর্মী ছিলেন। ৮২ বছরের ডিওজেরন ও তাঁর স্ত্রী ফ্লাভিয়ানা নিঃসন্তান ছিলেন। সম্প্রতি তাঁদের কাছে একটি ফোন আসে যেখানে টেলিকম দফতরের ফোন বলে তাঁকে সিমকার্ড (sim card) নিয়ে ভয় দেখানো হয়। তাঁর নামে সিম তুলে জালিয়াতির কাজে লাগানো হচ্ছে এমনটা দাবি করা হয়। সেই ফোনেই আরও এক ব্যক্তি ক্রাইম ব্রাঞ্চের আধিকারিক দাবি করে সম্পত্তির বিবরণ গ্রহণ করেন। এরপরই টাকার জন্য চাপ দেওয়া শুরু হয়।

ধাপে ধাপে ৫০ লক্ষ টাকা তিনি দিয়ে দেন প্রতারকদের। অন্যদিকে আগেই গোল্ড লোন ছিল তাঁদের মাথার উপর। এই পরিস্থিতিতে কারও অনুগ্রহে বাঁচবেন না, এই কারণেই নিজেদের শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেয় দম্পতি। সেই সঙ্গে তাঁদের শরীর চিকিৎসা ক্ষেত্রে পড়াশোনার কাজের জন্য দান করার আবেদনও তাঁরা জানান সুইসাইড নোটে। প্রাথমিকভাবে সুইসাইড নোট (suicide note) অনুযায়ী আত্মহত্যার মামলা ও প্রতারণার (fraud) মধ্যে দিয়ে আত্মহত্যায় প্ররোচনার মামলার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে দেহ ময়নাতদন্ত না হলে আত্মহত্যা বা খুন, তা নিয়ে নিশ্চিত হতে পারছে না পুলিশ।

spot_img

Related articles

দু’ঘণ্টা পার, দিল্লিতে এখনও আটক তৃণমূল সাংসদরা! ফেসবুক লাইভে ইডিকে তোপ মহুয়ার 

ঘড়ির কাঁটা বারোটা পেরিয়ে যাওয়ার পরও দিল্লির পার্লামেন্ট স্ট্রিট পুলিশ স্টেশনেই আটক তৃণমূল সাংসদরা। দু'ঘণ্টার বেশি সময় ধরে...

আইপ্যাক কাণ্ডে অভিযোগ দায়ের মুখ্যমন্ত্রীর

গতকাল সেক্টর ফাইভে আইপ্যাক এর অফিসে ইডি হানা, ইডির বিরুদ্ধে নথি চুরির অভিযোগে বিধাননগর ইলেকট্রনিক কমপ্লেক্স থানায় লিখিত...

সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জাঁকিয়ে শীত

শুক্রবার সকালে সামান্য বাড়ল কলকাতার তাপমাত্রা (Kolkata Temperature)। আলিপুর হাওয়া অফিস (Alipore Weather Department) জানিয়েছে ১০- ১১ ডিগ্রি...

লজ্জা! এটাই বিজেপি নতুন ভারতের রূপ! সর্বশক্তি দিয়ে তোমাদের হারাবে তৃণমূল, গর্জন অভিষেকের

স্বৈরাচারের নির্লজ্জ সীমায় পৌঁছে গিয়েছে বিজেপি। অগণতান্ত্রিক, অসাংবিধানিক পথে গণতন্ত্রের কণ্ঠরোধ করছে। স্বৈরাচারী বিজেপি গণতন্ত্রের শেষটুকু উপড়ে ফেলে...