Friday, November 14, 2025

অক্সফোর্ডের (University of Oxford) কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) সভায় গোলমাল পাকানোর চেষ্টা করে বাম-অতিবামরা। কিন্তু মুখ্যমন্ত্রীর সফরের আগে তারাই বলেছিলেন অক্সফোর্ডে নাকি আমন্ত্রণই জানানো হয়নি মমতাকে! তাহলে ওরা বিক্ষোভটা দেখিয়েছেন কোথায়? শনিবার সন্ধেয় লন্ডন থেকে ফিরে কলকাতা বিমানবন্দরে প্রশ্ন তুলে রাম-বামের মিথ্যাচারের পর্দা ফাঁস করলেন মুখ্যমন্ত্রী সফরসঙ্গী কুণাল ঘোষ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কুণাল বলেন, মুখ্যমন্ত্রী আমন্ত্রণ পাওয়ার পর থেকেই গণশত্রুরা বলতে শুরু করে অক্সফোর্ড থেকে আমন্ত্রণ জানানোই হয়নি। আবার অক্সফোর্ডে মুখ্যমন্ত্রীর ভাষণ চলাকালীন গোলমাল পাকানোর চেষ্টা করে তারা বলে, অক্সফোর্ডের ভাষণে প্রতিবাদ! তাহলে নিজেরাই তো নিজেদের কথার বিরুদ্ধে আচরণ করছেন। যদি অক্সফোর্ড থেকে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো নাই হয় তাহলে তাঁরা প্রতিবাদটা দেখালেন কোথায়!

কুণালের কথায়, দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী সব প্রশ্নের জবাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। অক্সফোর্ডেও সেখানকার অধ্যাপক কর্তৃপক্ষের সঙ্গে আলাপচারিতায় তাঁদের নানা কৌতূহলের জবাব দিয়েছেন তিনি। ভাষণের শেষে মুখ্যমন্ত্রীকে কিছু জিজ্ঞাসা করার থাকলে, সেটা করতে পারতেন। কিন্তু সভা বানচাল করার উদ্দেশ্য নিয়েই গিয়েছিলেন গুটি কয়েক রামবাম সমর্থক। যখন ওই ছপিস রাম – বাম যখন পোস্টার, প্ল্যাকার্ড নিয়ে অসভ্যতা করছিল সেসময় অক্সফোর্ড কর্তৃপক্ষ বলেন, ওদের বের করে দিচ্ছি আমরা। কিন্তু মুখ্যমন্ত্রী কর্তৃপক্ষকে থামিয়ে বলেন, ওরা কিছু একটা বলতে এসেছে বলুক। এটাই তো গণতন্ত্র। কিন্তু বিক্ষোভের নামে যখন মাত্রা ছাড়া অসভ্যতা শুরু হয়, তখন ওখানকার জনতাই তাদের তাড়া করে বের করে দেন।

আরও পড়ুন – বুকের পাটা থাকলে চন্দ্রবাবুকে মুসলিম তোষণকারী আখ্যা দিন! শুভেন্দুকে চ্যালেঞ্জ দেবাংশুর 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version