উত্তর গোলার্ধে আংশিক সূর্যগ্রহণ: ভারতীয় সময়ে কখন গ্রহণ লাগছে

আংশিক সূর্যগ্রহণ (partial solar eclipse) সবথেকে ভালো দেখা যাবে গ্রিনল্যান্ড (Greenland) থেকে। এছাড়াও কানাডার (Canada) হ্যালিফ্যাক্স, সেন্ট জনস

উত্তর গোলার্ধের একাংশে শনিবার ভারতীয় সময় বিকালেই দেখা যাবে আংশিক সূর্যগ্রহণ (partial solar eclipse)। যদিও বছরের প্রথম সূর্যগ্রহণ দর্শন থেকে বঞ্চিত হবেন ভারতীয়রা। মূলত বিশ্বের যে এলাকাগুলি থেকে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে তার তালিকায় ভারত বা এশিয়ার পূর্বদিকে অবস্থিত কোনও দেশই নেই।

শনিবারের আংশিক সূর্যগ্রহণে চাঁদ, সূর্য ও পৃথিবীর মাঝে এলেও সম্পূর্ণভাবে সূর্যের আলোকে ঢেকে ফেলতে পারবে না। ফলে সূর্যকে খানিকটা ভাঙা চাঁদের (crescent moon) মতোই দেখা যাবে। যদিও এই দৃশ্যও সাম্প্রতিককালের মধ্যে ভারত থেকে প্রত্যক্ষ করার সৌভাগ্য হয়নি। তবে উত্তর গোলার্ধের (northern hemisphere) একাধিক দেশ ও মহাদেশ এই বিরল মুহূর্ত প্রত্যক্ষ করতে পারবে।

আংশিক সূর্যগ্রহণ (partial solar eclipse) সবথেকে ভালো দেখা যাবে গ্রিনল্যান্ড (Greenland) থেকে। এছাড়াও কানাডার (Canada) হ্যালিফ্যাক্স, সেন্ট জনস এলাকা থেকেও খুব ভালো প্রত্যক্ষ করা সম্ভব হবে। ইউরোপের লন্ডন, আয়ারল্যান্ডের ডাবলিন, আইসল্যান্ড, নরওয়ে, সুইডেনের স্টকহোম, অস্ট্রিয়ার ভিয়েনা ও ফ্রান্সের প্যারিস থেকে অনেকাংশে দেখা যাবে। এশিয়ার ক্ষেত্রে রাশিয়ার উত্তর-পশ্চিমের অংশ থেকে সামান্য দেখতে পাওয়া যাবে আংশিক সূর্যগ্রহণ।

ভারতের ক্ষেত্রে দেখতে পাওয়ার সম্ভাবনা প্রায় নেই, ১ শতাংশেরও কম। তবে ভারতীয় সময় বিকাল ২.২০ মিনিট থেকে সূর্যগ্রহণ (eclipse) শুরু হবে। সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে ৪.১৭ মিনিটে। সূর্য গ্রহণ মুক্ত হবে ৬.১৩ মিনিটে।