Tuesday, January 13, 2026

চারু মার্কেট এলাকায় যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, মোবাইল ফোনের হদিশ নেই

Date:

Share post:

কলকাতার চারু মার্কেট এলাকায় এক যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়াল। কেন ওই যুবকের মৃত্যু হল তা জানা না গেলেও, ঘটনার শুরু করেছে চারু মার্কেট থানার পুলিশ। শনিবার এই মৃতদেহ উদ্ধার হয় দেশপ্রাণ শাসমল রোডের একটি ভাড়া বাড়ির ভিতর থেকে ওই যুবকের দেহ উদ্ধার হয়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের নাম অবিনাশ বাউরী। বয়স ২২ বছর। চারু মার্কেট(CHARU MARKET) থানার একটি বহুতলে ওই যুবকের দেহ উদ্ধার হয়। মৃতার মোবাইল ফোনটির কোনও হদিশ পাওয়া যাচ্ছে না। পরিবারের দাবি, তাকে খুন করা হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, যুবকের ফোন হাতিয়ে পালিয়েছে খুনি।

আরও জানা গিয়েছে, আসানসোলের(ASANSO0L) বাসিন্দা ওই যুবক বেশ কয়েক বছর ধরে ব্যবসায়ী কুশাল ছাবরার ফ্ল্যাটে পরিচারকের কাজ করত। ওই আবাসনের ছয় তলায় স্ত্রী এবং ছেলেকে নিয়ে ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকেন ওই ব্যবসায়ী।পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন ফ্ল্যাটে পরিচারক অবিনাশ একাই ছিলেন। ব্যবসায়ীর স্ত্রী ও পুত্র বাপের বাড়িতে এবং ঘটনার সময় ব্যবসায়ী দোকানে ছিলেন। ওই ব্যবসায়ী জানিয়েছেন, বহুবার ফোন করেও তিনি অবিনাশের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। তারপর তিনি গাড়ির ড্রাইভারকে(CAR DRIVER) খোঁজ নেওয়ার জন্য ফ্ল্যাটে পাঠান। ড্রাইভার গিয়ে দেখে ফ্ল্যাটের দরজা ভেতর থেকে বন্ধ। অনেকবার বেল বাজানোর পরও কেউ দরজা খোলেনি। চালক আবাসনের কেয়ারটেকারকে বিষয়টি জানান। এরপর কেয়ারটেকার নকল চাবি দিয়ে দরজা খুলতেই পরিচারকের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে থাকতে দেখা যায়।

পুলিশের প্রাথমিক অনুমান, এটি খুনের ঘটনা। কারণ, ওই যুবকের গলায় এবং মুখে আঘাতের চিহ্ন স্পষ্ট। তাছাড়া দেহ রক্তে ভেসে যাচ্ছিল। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত করছে পুলিশ। যুবকের বাবা সুধীর বাউরী বলেন, কয়েকদিনের মধ্যেই ছেলের আসানসোলের বাড়িতে আসার কথা ছিল। তার আগেই খুন। কে বা কারা জড়িত আমরা জানি না। আমরা বিচার চাই। পুলিশ দোষীদের খুঁজে বার করুক।

 

spot_img

Related articles

বিজেপি বিধায়কের মুখে অশ্লীল ভাষা: শাস্তির বদলে সাফাই দিল রাজ্য নেতৃত্ব!

বাংলায় যে ধরনের ভাষা সন্ত্রাস আগে কখনও দেখা যায়নি, বিজেপির বাড় বাড়ন্ত হওয়ার পর সেই ছবিই এই রাজ্যে...

গঙ্গাসাগরে জনসমুদ্র! মাহেন্দ্রক্ষণের আগেই সাগরে ৬০ লক্ষের পুণ্যস্নান 

গঙ্গাসাগরে পুণ্যস্নানের জন্য রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি দেশের নানা রাজ্য থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী ভিড় জমিয়েছেন। মাহেন্দ্রক্ষণের আগেই...

আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত কে করবে: সুপ্রিম কোর্ট দ্বিধাবিভক্ত

সরকারি আধিকারিকদের জন্য দুর্নীতি বিরোধী আইনের ধারার বৈধতা নিয়ে সিদ্ধান্তে পৌঁছাতে পারল না দেশের শীর্ষ আদালত। দেশের একজন...

SIR-এর কাজের চাপেই মৃত্যু বিএলও-র! নির্বাচন কমিশনের ভূমিকা ঘিরে ক্ষোভ

গুরুতর অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি থাকার পর মঙ্গলবার এল সেই দুঃসংবাদ। মৃত্যু হল জলপাইগুড়ির...