মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘ ঢুকেছে গ্রামে, আতঙ্কে কুলতলি (Kultali)। শনিবার রাত জেগে গ্রামবাসীরা পাহারা দেওয়ার পর রবিবার সকাল থেকেও শুরু হয়েছে ফেন্সিং লাগানোর কাজ। বাঘটিকে ধরার জন্য আপাতত তিনটি খাঁচা পাতা হয়েছে বলে বনদফতর (Forest Department) সূত্রে জানা গেছে।

শনিবার সন্ধ্যায় বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে (Deulbari Village)। স্থানীয়রা বলছেন, দক্ষিণরায় নদী পেরিয়ে ধানের ক্ষেতে ঢুকে পড়েছে, এই খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের মধ্যে। সকলে মিলে পালা করে রাত জেগে পাহারা দিয়েছেন। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এরপর সেখানে পৌঁছে যায় পুলিশ ও বনদফতরের আধিকারিকরা। এলাকায় বাঘের ছাপও মিলেছে। নজরদারি চালানো হচ্ছে। সকাল পর্যন্ত ডোরাকাটার দেখা মেলেনি।

–

–


–


–

–

–

–
–

–
