ছত্তিশগড়ে ফের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মৃত এক মহিলা মাওবাদী

বিজাপুর জেলার সীমানায় এক গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে

ফের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর সঙ্গে মাওবাদীদের সংঘর্ষ।সোমবার সকালে বস্তার অঞ্চলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে এক মাওবাদী মহিলার৷দিন কয়েক আগে দুমকায় যৌথ বাহিনীর অভিযানে গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছিল ১৬ মাওবাদীর। গতকাল, রবিবার একসঙ্গে ৫০ মাওবাদী(maoist) আত্মসমর্পণ করেছিলেন।সোমবার ফের মাওবাদীদের সঙ্গে সংঘর্ষ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকাল ৯টার দিকে দান্তেওয়াড়া ও বিজাপুর জেলার সীমানায় এক গভীর জঙ্গলে নিরাপত্তা বাহিনীর একটি দল মাওবাদীদের বিরুদ্ধে অভিযান শুরু করে। সেই সময়ই মাওবাদীদের সঙ্গে গুলি পাল্টা গুলি চালানোর ঘটনা ঘটে, যার ফলে ওই মহিলা মাওবাদীর মৃত্যু হয়৷

দান্তেওয়াড়া জেলার পুলিশ সুপার গৌরব রাই জানান, এই সংঘর্ষে নিরাপত্তা বাহিনীর মধ্যে কোনও রকম হতাহতের ঘটনা ঘটেনি। গুলির লড়াইয়ে ওই মহিলা মাওবাদী নিহত হয়েছেন। এই ঘটনার পরই নিরাপত্তা বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে৷ ঘটনাস্থলে এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে। এটি মাওবাদী দমন অভিযানের একটি অংশ হিসেবে উল্লেখ করা হয়েছে।এনকাউন্টারের পর নিরাপত্তা বাহিনীর অবস্থান শক্তিশালী করা হয়েছে এবং আরও মাওবাদী কার্যকলাপের মোকাবিলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে, জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০২৬ সালের মধ্যে দেশ থেকে মাওবাদী নির্মূল করার শপথ নিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই সূত্রেই কড়া হাতে মাওবাদী দমনে নেমেছে কেন্দ্র ও রাজ্য সরকার। ছত্তিশগড়ের জঙ্গলে(chattishgarh jungle) নিয়মিত গুলির লড়াই চলছে। সে কারণে ‘নকশাল আত্মসমর্পণ এবং আক্রান্তদের পুনর্বাসন নীতি ২০২৫’-এ বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সায় ঘোষণা করেছেন, নতুন প্রকল্পে আত্মসমর্পণকারী মাওবাদীদের পুনর্বাসন, চাকরি, আর্থিক পুরস্কার এবং আইনি সুরক্ষা দেওয়া হবে। মাওবাদী নেতাদের পদ অনুযায়ী সুবিধা প্রদান করা হবে নয়া পুনর্বাসন নীতিতে। রাজ্য কমিটি, আঞ্চলিক কমিটি, কেন্দ্রীয় কমিটি এবং পলিটব্যুরোর সদস্যদের মতো উচ্চপদস্থ ক্যাডারদের এককালীন পাঁচ লক্ষ টাকা অনুদান দেওয়া হবে। যারা লাইট মেশিনগান-সহ আত্মসমর্পণ করবেন, তারাও পাবেন পাঁচ লক্ষ টাকা নগদ পুরস্কার। যে সব ক্ষেত্রে মাওবাদী ইউনিটের ৮০ শতাংশ সদস্য একসঙ্গে আত্মসমর্পণ করবেন, সেখানে দ্বিগুণ পুরস্কার প্রদান করা হবে।