Monday, November 3, 2025

কলকাতার বিরুদ্ধে নামার আগে সুখবর মুম্বই শিবিরে, বল হাতে অনুশীলন বুমরাহর

Date:

আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার আগে খুশির খবর মুম্বই শিবিরে। বল হাতে এনসিএ-তে অনুশীলনে নামলেন যশপ্রীত বুমরাহ। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে কলকাতার বিরুদ্ধে নয়, মনে করা হচ্ছে, ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ।

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পাওয়ার এখনও মাঠে নামেননি বুমরাহ। এই মুহুর্তে এনসিএতে রিহ্যাবে রয়েছেন ভারতী দলের পেসার। সেখানে বুমরাহকে স্বাভাবিক রানআপে বোলিং করতে দেখা গিয়েছে। আপাতত তাঁকে দেখে ফিটই মনে করা হচ্ছে। বল দেখে কখনই অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। জানা যাচ্ছে, বুমরাহ এনসিএ থেকে ছাড়পত্র পেয়ে গেলেই আইপিএল-এর ম্যাচে নামতে পারবেন তিনি।

আগামি ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরবর্তী খেলা মুম্বইয়ের। ৭ এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলবেন রোহিতরা। আপাতত যা খবর, তাতে আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আর সব ঠিক থাকলে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোট পেয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের চতুর্থ দিন পিঠে চোট পান তিনি। পঞ্চম দিন বল করতে পারেননি। সেই থেকে তিনি মাঠের বাইরেই। এমনকি খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছেন ধোনি? মুখ খুললেন সিএসকে কোচ

Related articles

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...

ঝাড়গ্রামে শিল্পের প্রসারে বড় পদক্ষেপ, জমি ফ্রি-হোল্ডে রূপান্তরের সিদ্ধান্ত রাজ্যের

শিল্পে বিনিয়োগের গতি বাড়াতে আরও এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...

‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষে রাজ্যজুড়ে উদযাপন, মুখ্যমন্ত্রীর সভাপতিত্বে সিদ্ধান্ত মন্ত্রিসভার 

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘বন্দেমাতরম’-এর সার্ধ শতবর্ষ উদযাপন করবে রাজ্য সরকার। সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত...
Exit mobile version