Friday, November 7, 2025

কলকাতার বিরুদ্ধে নামার আগে সুখবর মুম্বই শিবিরে, বল হাতে অনুশীলন বুমরাহর

Date:

আজ কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। তবে তার আগে খুশির খবর মুম্বই শিবিরে। বল হাতে এনসিএ-তে অনুশীলনে নামলেন যশপ্রীত বুমরাহ। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তবে কলকাতার বিরুদ্ধে নয়, মনে করা হচ্ছে, ৭ এপ্রিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ।

বর্ডার-গাভাস্কর ট্রফির শেষ ম্যাচে চোট পাওয়ার এখনও মাঠে নামেননি বুমরাহ। এই মুহুর্তে এনসিএতে রিহ্যাবে রয়েছেন ভারতী দলের পেসার। সেখানে বুমরাহকে স্বাভাবিক রানআপে বোলিং করতে দেখা গিয়েছে। আপাতত তাঁকে দেখে ফিটই মনে করা হচ্ছে। বল দেখে কখনই অস্বস্তিতে পড়তে দেখা যায়নি। জানা যাচ্ছে, বুমরাহ এনসিএ থেকে ছাড়পত্র পেয়ে গেলেই আইপিএল-এর ম্যাচে নামতে পারবেন তিনি।

আগামি ৪ এপ্রিল লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে পরবর্তী খেলা মুম্বইয়ের। ৭ এপ্রিল আরসিবির বিরুদ্ধে খেলবেন রোহিতরা। আপাতত যা খবর, তাতে আরসিবি’র বিরুদ্ধে ম্যাচের আগেই ফিট হয়ে উঠবেন তিনি। আর সব ঠিক থাকলে বিরাট কোহলিদের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বুমরাহ।

অস্ট্রেলিয়া সফরে গিয়ে চোট পেয়েছিলেন বুমরাহ। সিডনি টেস্টের চতুর্থ দিন পিঠে চোট পান তিনি। পঞ্চম দিন বল করতে পারেননি। সেই থেকে তিনি মাঠের বাইরেই। এমনকি খেলতে পারেননি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। আইপিএলেও বেশ কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না বলে জানা গিয়েছে।

আরও পড়ুন- কেন নিচের দিকে ব্যাটিং-এ নামছেন ধোনি? মুখ খুললেন সিএসকে কোচ

Related articles

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...

নামের বানানভুল থেকে ডিটেনশন আতঙ্ক! এসআইআর আতঙ্কে মানসিক চাপে সাঁইথিয়ায় মৃত্যু বৃদ্ধের

ইলামবাজারের ঘটনার পর ফের এসআইআর আতঙ্কে মৃত্যু বীরভূমে। হৃদরোগে প্রয়াত হলেন সাঁইথিয়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিমান...
Exit mobile version