Tuesday, November 4, 2025

আসানসোলে রিজার্ভারে নেমে বিষাক্ত গ্যাসের বলি দুই নির্মাণকর্মী

Date:

এমন মর্মান্তিক ঘটনা ঘটবে কেউ ভাবতে পারেননি। একটি নতুন বাড়ি তৈরি হচ্ছিল। আর সেই বাড়ির আন্ডারগ্রাউন্ডে রিজার্ভার তৈরীর কাজ চলছিল। কোনওরকম সুরক্ষাকবচ ছাড়াই সেখানে নেমেছিলেন দুই নির্মাণকর্মী। ভাবেননি যে রিজার্ভারের ভিতরে আছে বিষাক্ত গ্যাস। আর সেটাই কাল হল। সেই বিষাক্ত গ্যাসে দম বন্ধ হয়ে মারা গেল দুজনেই। প্রাথমিক তদন্তে নেমে পুলিশ এমনই অনুমান করছে। এই ঘটনায় আসানসোল হিরাপুর খানা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, হিরাপুর থানার ৬০ ফুট রাস্তার কাছে একটি পুরনো বাড়ি ভাঙা হয়েছে। সেখানেই চলছে নতুন অট্টালিকা তৈরির কাজ। সোমবার সকালেও নির্মাণকর্মীরা সেখানে কাজ করেছেন। সকাল ৯ টা নাগাদ এই দুর্ঘটনা ঘটে। রিজার্ভার নামেন দুই নির্মাণকর্মী। কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে তারা অজ্ঞান হয়ে পড়েন। দুজনের কোনও সাড়াশব্দ না পেয়ে অন্যান্য নির্মাণকর্মীরা সেখানে উপস্থিত হন। তারা নিজেরাই রিজার্ভার থেকে ওই দুই নির্মাণকর্মীকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু, তাদের পক্ষে সেই কাজ করা সম্ভব হয়নি। এর পরই খবর দেওয়া হয় পুলিশ ও দমকলে। খবর পেয়ে পুলিশ ও দমকলকর্মীরা সেখানে উপস্থিত হন। লক্ষ্য করে দেখা যায়, রিজার্ভারের জলে বিষাক্ত গ্যাস আছে। সুরক্ষাকবচ হিসাবে বাইরে থেকে রিজার্ভারে জল ঢালা শুরু হয়। রিজার্ভার জলে ভরে গেলে দুই ব্যক্তি ভেসে ওঠেন এবং তাদের উদ্ধার করেন দমকলকর্মীরা। দ্রুত তাদের হাসপাতালে নিয়ে গেলেও, শেষ রক্ষা হয়নি। চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন।

পুলিশ দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। দমকলের অভিযোগ, এই ধরনের কাজে নামার আগে সুরক্ষাকবচের কথা বারবার বলা হলেও, কেউই সেটার তোয়াক্কা করেন না। এই ঘটনা তার প্রমাণ। বেঘোরে প্রাণ গেল দুটি মানুষের। অতীতেও এভাবে প্রাণ গিয়েছে। কিন্তু তবু সচেতনতা আসেনি। প্রশ্ন উঠেছে কেন সুরক্ষাকবচ পান না নির্মাণকর্মীরা। এই ঘটনায় শোকের ছায়া এলাকা জুড়ে।

 

Related articles

গ্রুপ সি ও ডি নিয়োগে অযোগ্যদের তালিকা প্রকাশ করল এসএসসি

রাজ্যের স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) গ্রুপ সি ও গ্রুপ ডি পদে অযোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশ করল। কমিশনের প্রকাশিত...

তিন জেলায় চলবে নজরদারি! এসআইআর পরিদর্শনে আসছে কমিশনের বিশেষ দল

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া চলাকালীন রাজ্যে আসছে নির্বাচন কমিশনের বিশেষ পরিদর্শক দল। কমিশন সূত্রে জানা...

এসআইআর চলাকালীন এলাকায় থাকতে হবে মন্ত্রীদের, কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর

রাজ্যজুড়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়া (এসআইআর)। এই প্রক্রিয়ায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের...

বিশ্বকাপ জিতেই মোটা অঙ্কের আর্থিক পুরস্কার, আয়ে পলাশকে কতটা টেক্কা দিলেন স্মৃতি?

বিশ্বকাপ জিতেই বিয়ের পিঁড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন স্মৃতি মান্ধানা (Smriti Mandhana) । আগামী কয়েকদিনের মধ্যেই জীবনের দ্বিতীয় ইনিংস...
Exit mobile version