Friday, August 22, 2025

পাথরপ্রতিমা থানার দক্ষিণ রায়পুর তিন নম্বর ভেড়ি এলাকায় ভয়াবহ বাজি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ তিন শিশু-সহ একই পরিবারের আটজন (8 died in blast in patharpratima)। হাসপাতালে চিকিৎসাধীন ৩। স্থানীয় সূত্রে জানা যায় আসন্ন বাসন্তী পুজো উপলক্ষে স্থানীয় বাসিন্দা চন্দ্রকান্ত বণিকের (Chandrakanta Banik) বাড়িতে অবৈধভাবে একসঙ্গে বিপুল পরিমাণ বাজি তৈরি করা হচ্ছিল বলেই অভিযোগ। রাত ন’টা নাগাদ আচমকাই বাজির স্তূপে আগুন ধরে যায়। এরপর বাড়িতে মজুত একাধিক গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণ ঘটে। দুর্ঘটনার সময় সেই বাড়িতে শিশু মহিলারা ঘুমিয়ে থাকার কারণে কেউ ভিতর থেকে বাইরে বেরোতে পারেননি। সোমবার রাতে সাতজনের মৃত্যুর খবর মিলেছিল। মঙ্গলবার সকালে কলকাতার এসএসকেএম হাসপাতালে চন্দ্রকান্ত বণিকের পুত্রবধূর মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়ি থেকে কিছুটা দূরেই বাজি কারখানা ছিল। কারখানা থেকেই কিছু বাজি এবং বাজির মশলা চন্দ্রকান্ত বাড়িতে মজুত রেখেছিলেন বলে অভিযোগ। বাড়ির মধ্যেই বাজি বানানো হচ্ছিল কিনা বা অভিযুক্ত ব্যক্তির বৈধ লাইসেন্স ছিল কিনা তা তদন্ত করে দেখা হচ্ছে।মৃতদের মধ্যে চারজন নাবালক রয়েছে বলে জানা গেছে। দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ঢোলাহাট থানার পুলিশ। রাত পেরিয়ে সকালেও এলাকার মানুষের মধ্যে আতঙ্ক রয়েছে। পাশাপাশি চন্দ্রকান্ত বণিকের দুটি বাজি কারখানায় আপাতত তালা ঝুলিয়েছে পুলিশ।

Related articles

বাংলা বিদ্বেষীকে পাশে বসিয়ে বাঙালি প্রেম! মোদির দ্বিচারিতাকে ধুইয়ে দিল তৃণমূল

বাংলায় এলেই বাংলা ভাষায় বক্তৃতা। এ তো নরেন্দ্র মোদির রেওয়াজ হয়েছেই। সম্প্রতি তিনি উত্তর ভারতের গোবলয়ের দেব-দেবী ছেড়ে...

রায় বেরোনোর পরেই জয়েন্টের তালিকা প্রকাশ: বোর্ডের কৃতিত্বে আনন্দ প্রকাশ মুখ্যমন্ত্রীর

কলকাতা হাই কোর্ট ওবিসি সংক্রান্ত যে জট দীর্ঘদিন ধরে পাকিয়ে রাখার চেষ্টা করে চলেছিল, শুক্রবার তা প্রতিহত হয়...

বাঙালি স্বাধীনতা সংগ্রামীর পেনশনের আবেদনও খারিজ! আদালতে মুখ পুড়ল কেন্দ্রের

ইতিহাসকে বিকৃত করার বিজেপি-আরএসএসের যৌথ পরিকল্পনায় চরম দুর্দশা বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের। নরেন্দ্র মোদি মুখে বাঙালি বিপ্লবীদের নাম নিলেও...

নতুন রঙ নতুন আনন্দ: বাংলার দুর্গাপুজোকে মোদির বন্দনায় কটাক্ষ তৃণমূলের

বাংলায় পুজো করতে গেলে আদালতের অনুমতি লাগে। প্রায় প্রতিদিন ছুটে ছুটে এসব প্রচার করে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা...
Exit mobile version