শ্রীরামপুরে উদার সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত: এক মাঠে দুর্গাপূজা ও ঈদ – মহরমের মিলন

রিষড়া ওয়েলিংটন মাঠে জামা মসজিদের নামাজ শেষ হওয়ার পর প্রাক্তন উপ-পৌরপ্রধান ও বর্তমান পৌর সদস্য মহ: সাকির আলি এবং শ্রীরামপুর বিধানসভার জনপ্রিয় বিধায়ক ডা: সুদীপ্ত রায় একসাথে শুভেচ্ছা ও ভালোবাসা বিনিময় করেন। এই ওয়েলিংটন মাঠে বিগত ২০০ বছর ধরে ঈদের নামাজ, মহরম, দুর্গাপূজা এবং জগদ্ধাত্রী পুজোও একসাথে অনুষ্ঠিত হয়ে আসছে। বহুবার দুর্গাপূজা ও মহরম একই সময়ে অনুষ্ঠিত হয়েছে, যেখানে একপাশে মা দুর্গার বা জগদ্ধাত্রী মায়ের প্রতিমা মণ্ডপ এবং ঠিক বিপরীতে মহরমের তাজিয়া রাখা হয়। এভাবেই একসাথে উৎসব পালনের এই ঐতিহ্যটি অব্যাহত রয়েছে।

মহ: সাকির আলি বলেন, “বিগত ৪০ বছর ধরে আমি দেখেছি, হিন্দু এবং মুসলিম সম্প্রদায় এক মাঠে একসাথে একই সময়ে মা দুর্গার মণ্ডপ ও মহরমের তাজিয়া দর্শন করেছেন। মুসলিম ভাইরা দুর্গা মা’র মণ্ডপে এবং হিন্দু ভাইরা তাজিয়া মণ্ডপে গিয়েছেন। এটা সত্যিই এক অনন্য উদাহরণ, যা আমাদের সমাজের ঐক্য এবং সম্প্রীতির পরিচায়ক।”

তিনি আরও বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় এখন সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হয়েছে। মানুষ ঐক্যবদ্ধভাবে উৎসব এবং অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন, যা রিষড়া ও শ্রীরামপুরের সাধারণ মানুষ এবং নতুন প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণা হয়ে থাকবে। এই বিশেষ উদাহরণটি বাংলার উদার সাম্প্রদায়িক সম্প্রীতির বাস্তব চিত্র তুলে ধরে, যা দেশের বিভিন্ন প্রান্তে সমাদৃত হতে পারে।

আরও পড়ুন – পড়ুয়াদের কুকুর সম্পর্কে সচেতনতা বৃদ্ধির দায়িত্ব শিক্ষকদেরই! নির্দেশিকা জারি স্কুল শিক্ষা দফতরের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_