Thursday, November 6, 2025

পয়েন্ট তালিকায় সবার নীচে KKR, হেরে গিয়ে মেগা নিলামকে দুষলেন রমনদীপ!

Date:

২০২৪ সালের আইপিএল (IPL) চ্যাম্পিয়নরা ২০২৫ এ টুর্নামেন্টে শুরু হতে না হতেই লিগ তালিকায় সকলের নীচে চলে গেল। মুম্বইয়ের মাঠে কলকাতা নাইট রাইডার্স-এর (KKR) লড়াইটা বরাবরই শাহরুখের (SRK) প্রেস্টিজ ফাইট। কিন্তু সেখানেও দলের মালিককে জয়ের উপহার দিতে পারলেন না নাইটদের তারকা ক্রিকেটাররা। পয়েন্ট তালিকায় সব থেকে নিচে নেমে এসে আজব সাফাই দিচ্ছেন রমনদীপ সিং (Ramandeep Singh)। কেকেআর তারকার বক্তব্য, এখনও দলের সঠিক কম্বিনেশন খুঁজে পাওয়া যায়নি। এর জন্য দায়ী মহা নিলাম কনসেপ্ট।

কলকাতা নাইট রাইডার্স-এর কোচ এবং ক্যাপ্টেন দুজনেই মুম্বইয়ের ঘরের ছেলে, কিন্তু তবুও কেন ওয়াংখেড়ের পিচ বুঝলেন না তাঁরা? টসে হেরে রাহানে বলেন, “টস জিতলে আমরাও বলই করতাম। পিচ কেমন হবে তা বুঝতে পারছি না”। প্রথমে ব্যাট করতে নেমে পাওয়ার প্লে তে চার উইকেট হারায় কেকেআর। কুড়ি ওভার খেলার পরিবর্তে ১৭ ওভারের মাথায় ১১৬ রানে গুটিয়ে যায় গোটা টিম। মাত্র ২ উইকেটে অনায়াসে সহজ রান তুলে নেয় মুম্বই। তিনটে ম্যাচ খেলা হয়ে গেলেও ধারাবাহিকতার অভাব ভোগাচ্ছে নাইটদের। রমনদীপ বলেন, দলের মধ্যে একটা কম্বিনেশন তৈরি হয় কিন্তু তিন বছর পর মহা নিলামের কারণে সেটা বদলানো, সত্যি হতাশাজনক। আমাদের দল এখনো সঠিক কম্বিনেশন খুঁজছে। এবারে মহা নিলাম এর আগে ৬ জনকে রিটেন করেছিল কেকেআর। তবে শ্রেয়াস আইয়ারকে ধরে রাখা হয়নি। তিনি পাঞ্জাবে যোগ দিয়েই নিজের ব্যাটিং ঝড় দেখিয়েছেন আইপিএল দুনিয়াকে। অন্যদিকে ২২.৭৫ কোটি টাকায় কেনা ব্যাংকের আইআর ব্যাটে বলে জ্বলে উঠতে পারেননি নাইটদের জন্য। কলকাতার যোদ্ধাদের শরীরী ভাষা দেখে বোঝাই যাচ্ছে তাঁদের মধ্যে আগের বারের মতো স্বতঃস্ফূর্ততা বা আত্মবিশ্বাস নেই। রাসেল -রিঙ্কু ফেকটার কিছুই করে উঠতে পারছেন না। তিন ম্যাচে কেকেআরের হতাশাজনক পারফরমেন্সের জেরে ইডেন গার্ডেন্স-এ ম্যাচের টিকিটের দাম কমছে। ২০০৭ সালে ঘরোয়া ক্রিকেটে প্রথম বার মুম্বইয়ের জার্সি পরেছিলেন রাহানে। তাঁর নেতৃত্বে মুম্বই রঞ্জিও জিতেছে। আর তিনি কিনা ওয়াংখেড়ের পিচ তিনি বুঝতে পারলেন না? বিষয়টা জানতে পেরে চমকে উঠেছিলেন সঞ্চালক রবি শাস্ত্রীও (Ravi Shastri)। চন্দ্রকান্ত পণ্ডিত নাকি দেশের অন্যতম সেরা কোচ। কিন্তু কেকেআরের পারফর্মেন্স দেখে বোঝা যাচ্ছে সবটাই কাগজে কলমে। যে শহর শাহরুখকে গোটা বিশ্বের কাছে পরিচিতি দিয়েছে সেই শহরেই হারলো তাঁর দল।

 

Related articles

রাত পোহালে প্রথম দফার নির্বাচন বিহারে: হিংসা ঠেকানোই চ্যালেঞ্জ

নির্বাচনের এক সপ্তাহ আগে পরপর খুন। রাজনৈতিক নেতা থেকে সমর্থক। বিহার বিধানসভা নির্বাচনে তাই শান্তি বজায় রাখাই চ্যালেঞ্জ...

বাংলা কথায় দক্ষতা, কোন পদে পান তৃপ্তি? দীপ্তিকে নিয়ে স্মৃতির ঝাঁপি খুললেন ‘অভিভাবক’ মিঠু

সন্দীপ সুর বাংলার প্রথম ক্রিকেটার হিসাবে আইসিসি একদিনের বিশ্বকাপ জিতেছেন রিচা ঘোষ কিন্তু ভারতীয় দলের আরও এক ক্রিকেটারের সঙ্গে...

দিঘার জগন্নাথ ধামে প্রথম রাস উৎসবে ভক্তদের ঢল 

দিঘার জগন্নাথ ধামে এবারই প্রথম পালিত হল রাস উৎসব, আর সেই উপলক্ষে সকাল থেকেই উপচে পড়েছে ভক্তসমুদ্র। উৎসবের...

বেঁচে আছেন, তাই জানতে পারলেন ‘দোষী নন’: আজব বিচার উত্তরপ্রদেশে

বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। উত্তরপ্রদেশের আলিগড়ের (Aligarh) মিঠু সিংয়ের জীবনে যেন সেটাই সত্যি হতে বসেছিল। অবশেষে ৫৫...
Exit mobile version