Saturday, August 23, 2025

পূর্ব ঘোষণামতোই মঙ্গলবার ১ এপ্রিল থেকে শুরু হল তৃণমুল মহিলা কংগ্রেসের ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচি। আগামী ১৫ মে পর্যন্ত দেড় মাসব্যাপী রাজ্যে জুড়ে এই বৃহত্তর কর্মসূচি চলবে। মঙ্গলবার ডায়মন্ডহারবার, হাওড়া-সহ রাজ্যের একাধিক জেলায় এই কর্মসূচির সূচনা হয়েছে। আজ বুধবার পথে নামছেন সংগঠনের সভানেত্রী মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আজ বিকেল সাড়ে চারটেয় দক্ষিণ কলকাতায় এই কর্মসূচিতে যোগ দেবেন তিনি।

মঙ্গলবার হাওড়া সদরে ‘অঞ্চলে আঁচল’ কর্মসূচির সূচনা করলেন হাওড়া জেলা (সদর) মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী ও বিধায়ক নন্দিতা চৌধুরী। দক্ষিণ হাওড়ার ৪টি পঞ্চায়েতের মহিলাদের নিয়ে বৈঠক করেন তিনি। বৈঠকে থানামাকুয়া, দুইল্যা, ঝোড়হাট ও পাঁচপাড়া পঞ্চায়েতের মহিলারা উপস্থিত ছিলেন। এছাড়াও সেখানে ছিলেন কলকাতা হাইকোর্টের কয়েকজন মহিলা আইনজীবী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহিলাদের উন্নতিকল্পে রাজ্যে চালু হওয়া প্রকল্পগুলির কথা তুলে ধরা হয়। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী-সহ বিভিন্ন প্রকল্পগুলিতে মহিলারা কীভাবে উপকৃত হচ্ছেন সেকথাও তথ্য দিয়ে বুঝিয়ে বলেন নন্দিতা চৌধুরী। হাওড়া সদরের সব ব্লক ও পুরসভার ওয়ার্ডগুলিতে এই ধরনের বৈঠক হবে। আঁচল পেতে গোল করে বসে সভাগুলি হবে। এদিন থানামাকুয়া থেকে হাওড়ায় এই কর্মসূচির সূচনা করে নন্দিতা চৌধুরী বলেন, ‘মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের সঙ্গে মহিলাদের পাশে সবসময় আছেন এই বার্তা দিতেই আমরা এই কর্মসূচির সূচনা করলাম। সব ক’টি ব্লকেই এলাকার মহিলাদের নিয়ে আমরা বৈঠক করব। মহিলাদের জন্য রাজ্যে চলা উন্নয়নমূলক প্রকল্পগুলি থেকে কীভাবে সবাই উপকৃত হচ্ছেন সবাইকে সে-কথাও জানানো হচ্ছে। এদিনের বৈঠককে ঘিরে মহিলাদের উৎসাহ ছিল তুঙ্গে।

মঙ্গলবার এই কর্মসূচি পালিত হল ডায়মন্ড হারবার পুরসভার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের সিনেমা তলায়। যেখানে তৃণমূল মহিলা কংগ্রেসের কর্মী-সমর্থকদের নিয়ে এই কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন ডায়মন্ড হারবার বিধানসভার বিধায়ক পান্নালাল হালদার ও দক্ষিণ চব্বিশ পরগনা তৃণমূল কংগ্রেসের মহিলা সংগঠনের নেত্রী মনমোহিনী বিশ্বাস-সহ পুরসভার সব মহিলা কাউন্সিলর।

আরও পড়ুন – জামশেদপুর ম্যাচে মনবীর – আপুইয়ার খেলা নিয়ে অনিশ্চয়তা, জয় নিয়ে আত্মবিশ্বাসী মোলিনা 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version