Wednesday, January 14, 2026

কেকেআর শ্রেয়সকে যোগ্য সম্মান দেয়নি, মুখ খুললেন গাভাসকার

Date:

Share post:

দুর্দান্ত ছন্দে আছেন শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)।এবারের আইপিএলে (IPL) মঙ্গলবার লখনউ সুপার জায়ান্টসের (LSG) বিরুদ্ধে খেলতে নেমে দুরন্তভাবে দ্বিতীয় হাফ সেঞ্চুরি করেছেন। মাঠ ছেড়েছেন অপরাজিত হিসেবে।তার এই ফর্ম দেখে স্বাভাবিকভাবেই সামনে চলে এসেছে তার কেকেআর-কেরিয়ারের কথা। গত বছর অধিনায়ক হিসেবে কলকাতা নাইট রাইডার্সের (KKR) জার্সি গায়ে মাঠে নেমেছিলেন শ্রেয়স। আর দলকে জিতিয়েছিলেন খেতাব। তা সত্ত্বেও মহা নিলামে তাকে ধরে রাখেনি নাইট শিবির। দল বদলে এখন তিনি পাঞ্জাব কিংসের হয়ে খেলছেন।

শ্রেয়স আইয়ারকে ২৬.৭৫ কোটি টাকা দিয়ে কিনে নেয় পাঞ্জাব কিংস। তাকেই দেওয়া হয়েছে নেতৃত্বের দায়িত্ব। আর নতুন দলে জার্সিতে তুখোড় নেতৃত্বের পাশাপাশি ব্যাট হাতেও দারুণ ফর্মে শ্রেয়স। প্রথম ম্যাচে অপরাজিত ৯৭ করার পর, দ্বিতীয় ম্যাচে অপরাজিত ৫২ রান এসেছে তাঁর ব্যাট থেকে। পাঞ্জাবও দু’টি ম্যাচ জিতেছে। পরিণত শ্রেয়সকে দেখে মুগ্ধ সুনীল গাভাসকর। প্রাক্তন ভারত অধিনায়ক বলছেন,  কেকেআরের অধিনায়ক হিসাবে শ্রেয়স ২০২৪ আইপিএল জিতেছিল। কিন্তু আমি মনে করি, ওর যে স্বীকৃতি প্রাপ্য ছিল, সেটা পায়নি। অথচ অধিনায়ক হিসাবে শ্রেয়সের রেকর্ড বেশ ভাল।

পাঞ্জাব কিংসের কোচ রিকি পন্টিং আবার শ্রেয়সের তুলনা টেনেছেন রোলস রয়েসের সঙ্গে! পন্টিংয়ের বক্তব্য, আমাদের ক্যাপ্টেন আরও একবার দেখিয়ে দিল, কতটা মসৃণভাবে কাজ শেষ করতে হয়। রোলস রয়েস তৃতীয় গিয়ারেই রইল অধিকাংশ সময়। বাড়তি গতি বাড়ানোর প্রয়োজনই পড়ল না।

যাকে নিয়ে এত উচ্ছ্বাস, সেই শ্রেয়স আবার টানা দ্বিতীয় জয়ের জন্য কৃতিত্ব দিচ্ছেন দলগত প্রয়াসকে। তার বক্তব্য, ‘‘সঠিক কম্বিনেশনের থেকেও বেশি জরুরি হল মাঠে নেমে দলের প্রতিটি সদস্যের নিজেদের কাজটা ঠিকঠাক করা। আমরা সেটা করতে পারছি বলেই পরপর দুটো ম্যাচ জিতলাম। এই দলগত ক্রিকেট বাকি ম্যাচগুলোতেও বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, যৌথ সম্মতিতে দল ছাড়লেও পরে টিম ম্যানেজমেন্টের বিরুদ্ধে একাধিক ইস্যুতে মুখ খুলেছেন শ্রেয়স। সামনে তুলে ধরেছেন দুটি বড় কারণ।প্রথমত, যোগাযোগের খামতি।দ্বিতীয়ত, যথাযোগ্য সম্মানের অভাব। টিমকে খেতাব জিতিয়েও মালিকপক্ষ তার যোগ্য কদর করেননি। এমনটাই জানিয়েছিলেন শ্রেয়স।

 

spot_img

Related articles

উৎসবমুখর দেশবাসী, শুভেচ্ছাবার্তা মুখ্যমন্ত্রীর

  একদিকে মকর সংক্রান্তি, অন্যদিকে পোঙ্গল, সাথে জুটি বেঁধেছে মাঘ বিহু, সবমিলিয়ে বিবিধের মাঝে যেন মহামিলন! এই উপলক্ষে বাংলার...

অর্ঘ্য সেনের প্রয়াণ অপূরণীয় ক্ষতি, রবীন্দ্রসঙ্গীত শিল্পীর মৃত্যুতে সোশ্যালমিডিয়া পোস্ট মুখ্যমন্ত্রীর 

বাংলার সাংস্কৃতিক জগতে নক্ষত্রপতন। বুধের সকালে প্রয়াত কিংবদন্তি শিল্পী অর্ঘ্য সেন (Arghya Sen)। ৯০ বছর বয়সে রবীন্দ্র সংগীত...

কামারেড্ডি জেলায় আরও ২০০ পথকুকুরকে লিথাল ইঞ্জেকশন, মামলা দায়ের পুলিশে 

চলতি সপ্তাহেই তেলঙ্গানার কামারেড্ডি জেলায় ৫০০ কুকুরকে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠেছিল। এবার আরও ২০০ পথকুকুরকে লিথাল...

বিবি গাঙ্গুলি স্ট্রিটে আসবাবের দোকানে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল চারপাশ

বুধবারের ব্যস্ত সকালে শহর কলকাতায় অগ্নিকাণ্ড। বিবি গাঙ্গুলি স্ট্রিটে একাধিক আসবাবের দোকানে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে (fire...