Wednesday, May 7, 2025

উৎসবের সময় এলেই রাজ্যে বিচ্ছিন্নতাবাদী একগুচ্ছ শক্তি মাথাচাড়া দেওয়ার প্রবণতা তৈরি হয়েছে সম্প্রতি। বিরোধী রাজনৈতিক দলগুলি কেউ কাউকে পিছনে ফেলছে না এই দৌড়ে। তবে এপর্যন্ত রাজ্য অশান্তি তৈরির যাবতীয় ষড়যন্ত্র ব্যর্থ করেছে বর্তমান প্রশাসন। তার পিছনে অনেকাংশে কার্যকর রাজ্য পুলিশের (West Bengal Police) পদক্ষেপ। এবার সেই পুলিশের উপরই ফের উৎসবের দায়িত্ব অর্পণ রাজ্য প্রশাসনের।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসনের তরফে একগুচ্ছ উদ্যোগ নেওয়া হল। ৬ এপ্রিল রামনবমী (Ramnavami)। গার্ডেনরিচ-সহ কলকাতার একাধিক এলাকা থেকে বের হবে মিছিল। মিছিল হবে জেলায় জেলায়। শহর থেকে গ্রামে মানুষের নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখছেন পুলিশ কর্তারা। শহরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণে প্রতিদিন এলাকায় পরিদশর্নে যাচ্ছেন পুলিশ কমিশনার মনোজ ভার্মা (Manoj Verma, CP)। বুধবার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে চিৎপুর এলাকা পরিদর্শনে যান তিনি। বলেন, উৎসব ভালভাবেই সম্পন্ন হবে। উৎসব শান্তিপূর্ণ করতে প্রশাসনের তরফে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশপাশি ডিজে বক্স বাজানো বা শব্দ নিয়ন্ত্রণের ক্ষেত্রে কলকাতা হাইকোর্টের সমস্ত নিষেধাজ্ঞা মানার নির্দেশ দেওয়া হয়েছে সকলকে।

গোটা রাজ্যে এভাবেই সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ২ এপ্রিল বুধবার থেকে ৯ এপ্রিল পর্যন্ত পুলিশকর্মীদের (West Bengal Police) ছুটি বাতিল করা হয়েছে। একান্ত খুব জরুরি প্রয়োজন ছাড়া কেউ ছুটি নিতে পারবেন না। রামনবমীর দিন বড় অংশের মানুষ রাস্তায় থাকবেন। তাই কোনও ঝুঁকি নিতে চাইছে না পুলিশ। নজরদারি বাড়ানো হচ্ছে রাজ্য জুড়ে। শুধু তাই নয়, নজরদারি চলছে সোশ্যাল মিডিয়াতেও। মঙ্গলবার কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা বলেন, ওই দিন অতিরিক্ত পুলিশ ফোর্স থাকবে। কেউ প্ররোচনায় পা দেবেন না। অস্ত্র নিয়ে বেরলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

মকড্রিলের আগেই শুরু প্রত্যাঘাত, মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে ভারতের মিসাইল হানা

দেশজুড়ে মকড্রিল শুরুর কয়েক ঘণ্টা আগেই মঙ্গলবার মধ্যরাতে পাক অধিকৃত কাশ্মীরে (POK) মিসাইল হানা ভারতের। সেনার তরফে এক্স...

সচেতনতায় জোর! রাজ্য জুড়ে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস

মঙ্গলবার রাজ্যের বিভিন্ন প্রান্তে পালিত হল বিশ্ব হাঁপানি দিবস। প্রতি বছর মে মাসের প্রথম মঙ্গলবার এই দিনটি পালিত...

ভিনরাজ্যে হেনস্থা! বাংলার শ্রমিকদের সুরক্ষায় কেন্দ্রকে চিঠি মুখ্যসচিবের

ভিনরাজ্যে কাজ করতে গিয়ে বারবার হেনস্থার শিকার হচ্ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা। বিষয়টি নিয়ে এবার সরাসরি কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব গোবিন্দ...

অসুস্থতায় বদলে গেল ট্রেন যাত্রা! জবলপুর যাওয়ার পথে নিখোঁজ কেন্দ্রীয় মন্ত্রী

শনিবার রাতে দিল্লি থেকে মধ্যপ্রদেশের জবলপুরগামী গন্ডোয়ানা এক্সপ্রেসে সফর করছিলেন কেন্দ্রীয় মন্ত্রী জুয়েল ওরাম। কিন্তু রবিবার দামোহ স্টেশনে...
Exit mobile version