Friday, November 14, 2025

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই, ফ্র্যাঞ্চাইজিদের কোন পরামর্শ?

Date:

এবার পিচ বিতর্কে মুখ খুলল বিসিসিআই।কেননা, চলতি আইপিএলে পিচ নিয়ে খুশি নয় অধিকাংশ ফ্র্যাঞ্চাইজি। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে সবার প্রথমে পিচ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এর পর চেন্নাই সুপার কিংসের অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় ও লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর জাহির খানও পিচ নিয়ে খুশি নন। একে একে প্রতিটা দলই আইপিএলে ঘরের মাঠের সুবিধা নিয়ে মুখ খুলছে। অজিঙ্ক রাহানে জানিয়েছিলেন, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে তিনি হোম অ্যাডভান্টেজ পাননি। পাল্টা ইডেনের পিচ কিউরেটর নিজের মত প্রকাশ করেন। এতে প্রাক্তন ক্রিকেটাররা ঢুকে অনেকে কেকেআরকে ইডেন ছাড়ারও পরামর্শ দেন।

বিসিসিআই এর মতে, মরসুম শুরুর আগে পিচ প্রস্তুতকারকদের সঙ্গে ভাল করে কথা বলে নেওয়া উচিত ছিল দলগুলির। মরসুমের মাঝে এই ধরনের অভিযোগ করা উচিত নয়।দলগুলো ঘরের মাঠে নিজেদের শক্তি অনুযায়ী পিচ চাইতেই পারে। কিন্তু তার জন্য দল ও পিচ প্রস্তুতকারকের মধ্যে আলোচনা হওয়া উচিত। আর সেটা মরসুম শুরু হওয়ার আগে হওয়া উচিত।

অন্যদিকে লখনৌ মেন্টর জাহির খান পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের পর জানিয়েছিলেন, লখনৌতে যে পিচ তৈরি করা হয়েছিল সেটা ঘরের মাঠের শক্তি অনুযায়ী তৈরি করা হয়নি। ম্যাচের ফলে সেটা প্রমাণও পাওয়া গিয়েছে। লখনৌয়ের অভিযোগ নিয়ে এক বোর্ড কর্তা বলেন, লখনৌয়ের বিষয়ে কিছু বলার আগে পিচের চরিত্রটা জানতে হবে। পিচটাই স্লো। বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, পুরো টুর্নামেন্টে পিচে পর্যাপ্ত পরিমাণে ঘাস থাকতে হবে। এটা সব পিচের জন্য প্রযোজ্য।

আর একটি রিপোর্টে দাবি করা হয়েছে, ভাইজ্যাগে নিজেদের প্রথম দুটো ম্যাচের পিচ নিয়ে দিল্লি ক্যাপিটালস খুশি নয়। যদিও প্রকাশ্যে কিছু বলেনি ফ্র্যাঞ্চাইজি।বিসিসিআইয়ের নিয়ম অনুযায়ী, কোনও ফ্র্যাঞ্চাইজি বা প্লেয়ার পিচ নিয়ে কিছু বলতে পারবে না। কিউরেটর পিচ তৈরি করবেন স্পিন ও পেসের মধ্যে ভারসাম্য রেখে।কিন্তু তার পরেও বিভিন্ন মাঠে ঘরের দলের সুবিধা অনুযায়ী পিচ তৈরি হয়। চেন্নাইয়ে সেই ছবি দেখা গিয়েছে। সেই কারণেই হয়তো রাহানে বা জাহির অভিযোগ করেছেন।

 

 

Related articles

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...

আন্দুল রোডে বিধ্বংসী অগ্নিকাণ্ড! ভস্মীভূত দুই স্পঞ্জ কারখানা 

রাতের হাওড়ায় ভয়াবহ আগুনে কার্যত ছারখার হয়ে গেল আন্দুল রোডের পাশে হাঁসখালি পোল এলাকার দুটি স্পঞ্জ তৈরির কারখানা।...

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী...

প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

প্রকাশিত হল আগামী বছরের দশম এবং দ্বাদশ শ্রেণির আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি। কাউন্সিলের তরফে এদিন বিজ্ঞপ্তি জারি...
Exit mobile version