আজ জামশেদপুরকে কোণঠাসা করতে তৈরি আপুইয়া-মনবীর বিহীন বাগান ব্রিগেড 

আইএসএল (Indian Super League) সেমিফাইনালের দ্বিতীয় পর্যায়ের প্রথম ম্যাচে জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্টস (MBSG) লড়াই দেখতে তৈরি বাংলার ফুটবলপ্রেমীরা। লিগ শিল্ড জিতে MBSG সরাসরি চলতি ইন্ডিয়ান সুপার লিগের সেমিতে ওঠে। তবে পয়েন্ট তালিকার ৫ নম্বরে থাকা জামশেদপুর এফসিকে সেমির টিকিট নিশ্চিত করার আগে প্লে-অফ নক-আউটের লড়াইয়ে নামতে হয় নর্থ-ইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে। সেখানে জিতে সবুজ – মেরুনদের বিরুদ্ধে খেলার যোগ্যতা অর্জন করেছে প্রতিবেশী রাজ্যের টিম। আপুইয়া-মনবীর ছাড়াও দলকে নিয়ে আত্মবিশ্বাসী বাগান কোচ মোলিনা।

পরিসংখ্যান বলছে শেষ ছয় ম্যাচে জামশেদপুরের কাছে অপরাজিত থেকেছে মোহনবাগান (Mohun Bagan)। বৃহস্পতিবারের ম্যাচেও তারা জিততে না পারলে আইএসএলের কোনও দলের বিরুদ্ধে দীর্ঘতম জয়হীন সময় আসতে চলেছে জামশেদপুরের। অন্যদিকে যথেষ্ট চনমনে বাগান ব্রিগেড।চলতি ISL এর শেষ ৬ অ্যাওয়ে ম্যাচে অপরাজিত রয়েছে MBSG। তিনটিতে জয় এবং তিন ম্যাচে ড্র এসেছে। ইন্ডিয়ান সুপার লিগে এখনও পর্যন্ত দশবার মুখোমুখি হয়েছে এই দুই দল। যার মধ্যে পাঁচবার জিতেছে মোহনবাগান, তিনবার জামশেদপুর। দুটো ম্যাচে মীমাংসা হয়নি। বৃহস্পতিবার ভারতীয় সময় সন্ধে সাড়ে সাতটায় জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স মাঠে এই প্রথমবার আইএসএল এর প্লে অফে মুখোমুখি হচ্ছে দুই দল। স্টার স্পোর্টস থ্রি এবং জিও হটস্টারে খেলার সরাসরি সম্প্রচার হবে বলে জানা গেছে।