Monday, November 10, 2025

দীর্ঘ বিতর্কের পর বিরোধীদের আপত্তি সত্ত্বেও লোকসভায় পাশ ওয়াকফ সংশোধনী বিল

Date:

দীর্ঘ বিতর্কের পরে বিরোধীদের আপত্তি সত্ত্বেও বুধবার গভীর রাতে লোকসভায় (Loksabha) পাশ হল ওয়াকফ সংশোধনী বিল (Waqf Amendment Bill)।
• পক্ষে ভোট পড়ে ২৮৮টি
• বিপক্ষে ভোট পড়ে ২৩২টি
বৃহস্পতিবার রাজ্যসভায় বিলটি পেশ হবে।

বুধবার কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু ‘ওয়াকফ (সংশোধনী) বিল’ পেশ করেন। কিরেন রিজিজুর প্রতিটি বক্তব্যকে পাল্টা জবাব দিয়ে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দেন বিলটি কীভাবে অসাংবিধানিক। সেই সঙ্গে বিল এনে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে কীভাবে আঘাত করছে বিজেপি, স্পষ্ট করে দেন তৃণমূল সাংসদ। বিল পেশের পদ্ধতি নিয়ে প্রশ্ন তোলেন আরেক তৃণমূল সাংসদ সৌগত রায়। তাঁর অভিযোগ, জেপিসিতে ভিন্নমত প্রকাশ করে বিরোধী সাংসদদের দেওয়া নোটগুলি উপেক্ষা করা হয়েছে বিলে।

সমাজবাদী পার্টির প্রধান তথা উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের অভিযোগ, মেরুকরণের উদ্দেশ্যেই সংশোধিত ওয়াকফ বিল এনেছে কেন্দ্রের মোদি সরকার।

এদিন সংসদে আলোচনায় বিলের (Waqf Amendment Bill) কপি ছিঁড়ে ফেলেন অল ইন্ডিয়া এআইএমআইএম (AIMIM) সাংসদ আসাদউদ্দিন ওয়াইসি। বিল অসাংবিধানিক বলে দাবি করেন তিনিও।

বুধবার নবান্নে ওয়াকফ বিল নিয়ে প্রসঙ্গে খুব প্রকাশ করে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ”আশা করি শুভ বুদ্ধির উদয় হবে। পার্লামেন্টে আজ ওয়াকফ নিয়ে প্রতিবাদ জানাচ্ছে আমার সংসদের সদস্যরা। কর্ম যার, ধর্ম তার। আমি সব ধর্মকে শ্রদ্ধা করি”।

প্রায় রাত দেড়টা পর্যন্ত বিতর্ক চলে। শেষ পর্যন্ত সংখ্যার জোরে বিলটি পাশ করিয়ে নেয় কেন্দ্রের বিজেপি সরকার। রাজ্যসভায় বৃহস্পতিবার বিলটি পেশ করা হবে।

 

 

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version