কলকাতা শহরের ঐতিহ্যবাহী কফি হাউসের নীচের তলায় চলছিল নির্মাণ কাজ। যা নিয়ে স্থানীয় বাসিন্দা ও কফি হাউস কর্তৃপক্ষ একে ‘অবৈধ’ এবং ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বর্ণনা করে তীব্র প্রতিবাদ জানায়। প্রতিবাদের পর কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা পরিস্থিতিতে হস্তক্ষেপ করে এবং নির্মাণ কাজ আপাতত বন্ধ করে দেয়। পাশাপাশি, পুরসভা একটি নোটিশ জারি করেছে।
এ বিষয়ে কফি হাউস সোশ্যাল সার্ভিস অ্যাসোসিয়েশন বুধবার কলকাতা পুরসভায় একটি ডেপুটেশন জমা দেয়। সংগঠনের সম্পাদক জানান, “যেভাবে নির্মাণকাজ চলছিল, তাতে পুরো বিল্ডিং বিপর্যস্ত হতে পারে। আমরা চাই পুরসভা বিষয়টি নজরে রাখুক এবং একটি কমিটি গঠন করে কফি হাউসের বিল্ডিংয়ের তদারকি করুক।”
তারা আরও দাবি করেন, “এই বিল্ডিং সুরক্ষিত রাখার দায়িত্ব প্রত্যেকের, কারণ এটি কলকাতা তথা বাংলার ঐতিহ্য।” যদিও কলকাতা পুরসভা নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছে, কফি হাউস কর্তৃপক্ষ পুরোপুরি আশ্বস্ত হতে পারছে না। তাঁদের দাবি, ভবিষ্যতে এ ধরনের কাজ পুনরায় শুরু হতে পারে, তাই একটি স্থায়ী সমাধান প্রয়োজন। নির্মাণ কাজের সঠিক অনুমতি এবং ভবিষ্যতে কি ধরনের নির্মাণ কার্যক্রম হবে, তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।
আরও পড়ুন – ১ বৈশাখ পশ্চিমবঙ্গ দিবস: তৃণমূল নেতাকর্মীদের সাড়ম্বরে পালনের নির্দেশ রাজ্য নেতৃত্বের
_
_
_
_
_
_
_
_