Thursday, August 21, 2025

চাকরি হারিয়েও স্কুলে হেডস্যার! বোঝালেন আইন নয়, দায়িত্বই বড়

Date:

Share post:

চাকরি হারিয়েও দায়িত্বে অবিচল হেডস্যার। সুপ্রিম-নির্দেশ তোয়াক্কা না করেই শুধু কর্তব্যের খাতিরে স্কুলে হাজির হলেন তিনি। ভারাক্রান্ত হৃদয়, কিন্তু মাথার উপর যে স্কুলের গুরুদায়িত্ব। তা কি আইনের অনুশাসন মানে! সেই কারণেই সুপ্রিম নির্দেশ সত্ত্বেও স্কুলে এসে হেডস্যার জানিয়ে দিলেন, আমার তো একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালনের জন্যই স্কুলে এসেছি।

সুতির বহুতালি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউলবাবু। চাকরি হারানো শিক্ষকদের তালিকায় নাম রয়েছে তাঁর। যখন বিদ্যালয় চালনা নিয়ে চাপান উতোর তৈরি হয়েছে, চাকরিহারা শিক্ষকরা স্কুলে আসবেন কি না তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ, তখন কোনও কিছু না ভেবেই সটান হাজির হেড স্যার। এই স্কুলেই চাকরি গিয়েছে আরও ১০ জনের। চারজন পার্শ্ব শিক্ষকসহ মোট ১৯ জন শিক্ষক। তার মধ্যে মোট ১১ জনের চাকরি চলে গিয়েছে। স্কুল চালানো নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কর্তৃপক্ষ। অভিভাবকরাও দুশ্চিন্তায়। এই অবস্থায় স্কুল চলবে কী করে? কীভাবে হবে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন? এই অবস্থায় স্কুলে চলে এসেছেন জিয়াউলবাবু। তাঁর কথায়, মন ভারাক্রান্ত, তবু তিনি এসেছেন। স্কুলে পরীক্ষা চলছে। তাই যাতে অচলাবস্থা তৈরি না হয়, তিনি স্কুলে এসেছেন। দায়িত্ব পালন করেছেন হেড স্যারের।

২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি। কোচবিহারে থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুতিতে আসা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৫ হাজার ৭৫২ জনের চাকরি চলে গিয়েছে। সেই তালিকায় এই স্কুলের ১১ জন শিক্ষক রয়েছেন। স্কুলে অবশিষ্ট রয়েছেন স্থায়ী শিক্ষক ৪ জন, প্যারা টিচার ৪ জন, মোট ৮ জন। এই অবস্থায় কী করে বাড়িতে বসে থাকেন হেড স্যার! ২ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এদিনও স্কুলে পরীক্ষা হচ্ছে। যেহেতু তাঁর দায়িত্ব আছে, দায়িত্ববোধ রয়েছে, তুমি বাড়িতে বসে থাকতে পারেননি। তারপর ডিপার্টমেন্টাল নোটিশও এখনও পাননি। স্কুলের দায়িত্বভার কাউকে বুঝি না দিয়ে তিনি যান কী করে! হিসাব নিকেশের বিষয় রয়েছে। পরীক্ষাটাও চালাতে হবে। বাকি ১০ জন অবশ্য আসেনি স্কুলে।

 

spot_img

Related articles

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...