Thursday, December 4, 2025

চাকরি হারিয়েও স্কুলে হেডস্যার! বোঝালেন আইন নয়, দায়িত্বই বড়

Date:

Share post:

চাকরি হারিয়েও দায়িত্বে অবিচল হেডস্যার। সুপ্রিম-নির্দেশ তোয়াক্কা না করেই শুধু কর্তব্যের খাতিরে স্কুলে হাজির হলেন তিনি। ভারাক্রান্ত হৃদয়, কিন্তু মাথার উপর যে স্কুলের গুরুদায়িত্ব। তা কি আইনের অনুশাসন মানে! সেই কারণেই সুপ্রিম নির্দেশ সত্ত্বেও স্কুলে এসে হেডস্যার জানিয়ে দিলেন, আমার তো একটা দায়িত্ব আছে। সেই দায়িত্ব পালনের জন্যই স্কুলে এসেছি।

সুতির বহুতালি স্কুলের প্রধান শিক্ষক জিয়াউলবাবু। চাকরি হারানো শিক্ষকদের তালিকায় নাম রয়েছে তাঁর। যখন বিদ্যালয় চালনা নিয়ে চাপান উতোর তৈরি হয়েছে, চাকরিহারা শিক্ষকরা স্কুলে আসবেন কি না তা নিয়েই তৈরি হয়েছে ধন্দ, তখন কোনও কিছু না ভেবেই সটান হাজির হেড স্যার। এই স্কুলেই চাকরি গিয়েছে আরও ১০ জনের। চারজন পার্শ্ব শিক্ষকসহ মোট ১৯ জন শিক্ষক। তার মধ্যে মোট ১১ জনের চাকরি চলে গিয়েছে। স্কুল চালানো নিয়ে সিঁদুরে মেঘ দেখছে কর্তৃপক্ষ। অভিভাবকরাও দুশ্চিন্তায়। এই অবস্থায় স্কুল চলবে কী করে? কীভাবে হবে ছাত্রছাত্রীদের পঠন-পাঠন? এই অবস্থায় স্কুলে চলে এসেছেন জিয়াউলবাবু। তাঁর কথায়, মন ভারাক্রান্ত, তবু তিনি এসেছেন। স্কুলে পরীক্ষা চলছে। তাই যাতে অচলাবস্থা তৈরি না হয়, তিনি স্কুলে এসেছেন। দায়িত্ব পালন করেছেন হেড স্যারের।

২০১৬ সালের প্যানেলে চাকরি পেয়েছিলেন তিনি। কোচবিহারে থেকে মিউচুয়াল ট্রান্সফার নিয়ে সুতিতে আসা। সুপ্রিম কোর্টের নির্দেশের পর ২৫ হাজার ৭৫২ জনের চাকরি চলে গিয়েছে। সেই তালিকায় এই স্কুলের ১১ জন শিক্ষক রয়েছেন। স্কুলে অবশিষ্ট রয়েছেন স্থায়ী শিক্ষক ৪ জন, প্যারা টিচার ৪ জন, মোট ৮ জন। এই অবস্থায় কী করে বাড়িতে বসে থাকেন হেড স্যার! ২ তারিখ থেকে পরীক্ষা শুরু হয়েছে। এদিনও স্কুলে পরীক্ষা হচ্ছে। যেহেতু তাঁর দায়িত্ব আছে, দায়িত্ববোধ রয়েছে, তুমি বাড়িতে বসে থাকতে পারেননি। তারপর ডিপার্টমেন্টাল নোটিশও এখনও পাননি। স্কুলের দায়িত্বভার কাউকে বুঝি না দিয়ে তিনি যান কী করে! হিসাব নিকেশের বিষয় রয়েছে। পরীক্ষাটাও চালাতে হবে। বাকি ১০ জন অবশ্য আসেনি স্কুলে।

 

spot_img

Related articles

অপারেশনাল সমস্যায় জর্জরিত ইন্ডিগো, সমন পাঠালো DGCA 

দেশজুড়ে ব্যাহত ইন্ডিগো বিমান (Indigo Airlines) পরিষেবা, ভোগান্তি বাড়ছে যাত্রীদের। মঙ্গল এবং বুধের পর বৃহস্পতিতেও ছবিটা বদলালো না।...

গোপন ট্রেন, প্যালেস, ৭০০ গাড়ি: গুপ্তচর থেকে প্রেসিডেন্ট পুতিন, সম্পত্তির পরিমাণ কত?

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন (Russian President Vladimir Putin) বিশ্বের অন্যতম শক্তিশালী নেতা। তাঁর রহস্যময় ব্যক্তিগত জীবন সবসময়ই আলোচনার...

উচ্চ প্রাথমিকের নিয়োগে অতিরিক্ত শূন্যপদ তৈরির সিদ্ধান্ত খারিজ হাইকোর্টের

উচ্চ প্রাথমিকে কর্মশিক্ষা-শারীরিকশিক্ষায় ১৬০০ অতিরিক্ত শূন্য পদ (super numerary post in upper primary recruitment) তৈরির বিজ্ঞপ্তি খারিজ করল...

আজ ডিসেম্বরের শীতলতম দিন! কলকাতার তাপমাত্রা ১৫ ডিগ্রির ঘরে

শীতের কামড় কলকাতাসহ দক্ষিণবঙ্গে। সাত বৃহস্পতির সকালে মহানগরীর তাপমাত্রা (Kolkata Temperature) নামল ১৫ ডিগ্রিতে। এখনও পর্যন্ত আজকের দিনটিকেই...