Sunday, November 23, 2025

শ্রীলঙ্কার মিত্র বিভূষণ মোদিকে, ভারতের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দ্বীপরাষ্ট্রের

Date:

Share post:

প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পরে প্রথম বিদেশ সফর ছিল ভারত। সেই রাষ্ট্রপতি অনুরা দিস্সনায়েকের (Anura Dissanayake) প্রতি সমান সম্মান জানিয়ে এবার শ্রীলঙ্কা সফরে নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতের স্বার্থ রক্ষাও যে কলম্বো (Colombo) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য, তাও তিনি স্পষ্ট করে দিলেন। এই সফরে বিদেশীদের প্রতি শ্রীলঙ্কার (Srilanka) সর্বোচ্চ সম্মান মিত্র বিভূষণ (Mitra Vibhushana) সম্মানে সম্মানিত করা হল মোদিকে।

শ্রীলঙ্কার তরফ থেকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত সব ক্ষেত্রের নিশ্চয়তা আদায় করে নেওয়া হল প্রধানমন্ত্রীর কলম্বো সফরে। শ্রীলঙ্কার মাটিতে বা তার জল সীমানার মধ্যে এমন কোন ধরনের কাজ প্রশ্রয় দেওয়া হবে না যা ভারতের নিরাপত্তা লঙ্ঘন করে, এমন প্রতিশ্রুতিবদ্ধ হলেন অনুরা দিস্সনায়েকে (Anura Dissanayake)। সম্প্রতি শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করে ভারতের উপর চাপ বাড়ানোর চীনের পন্থায় নতুন আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রধানমন্ত্রী এই সফরে তা খানিকটা হলেও কমেছে।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর অনুরা দিস্সনায়েকের ভারত সফরে তাঁকে রাজরচিত সম্মান দিয়েছিল ভারত। তারই প্রতিদান হিসেবে সমান সম্মান মোদিকে জানানো হয় কলোম্বোয় (Colombo)। সম্মানিত করা হয় মিত্র বিভূষণ (Mitra Vibhushana) সম্মানে। নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের সোশ্যাল মিডিয়ায় এই সম্মানের কথা ভাগ করে নিয়েছেন।

অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার পর প্রবল বিদ্রোহ বিক্ষোভ পরিস্থিতি থেকে বর্তমানে শান্তিপথে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Srilanka)। আর্থিকভাবে ভেঙে পড়া শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত, প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিরাপত্তা সংক্রান্ত একাধিক মউ স্বাক্ষরিত হয় বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।

spot_img

Related articles

 ‘ব্ল্যাক টাইগার’-এর অজানা কাহিনি: এক ভারতীয় বীরের জীবনসংগ্রাম

ভারতের রাজস্থানের শ্রীগঙ্গানগরের এক ধুলোমাখা শহরে ১৯৫২ সালে জন্মেছিল এক সাধারণ ছেলে—রাভিন্দ্র কৌশিক। স্কুল-কলেজে নাচ, নাটক, অভিনয়ে সবার...

 সরকার বাড়িতে উৎসবের রঙ! আইবুড়ো ভাতে আবেগে ভাসলেন মৌবনী

৩০ নভেম্বর সাত পাকে বাঁধা পড়তে চলেছেন জাদুসম্রাট জুনিয়র পিসি সরকারের (PC Sorcar) কন্যা, অভিনেত্রী মৌবনী সরকার। বিয়ের...

স্বরাষ্ট্র দফতর বিজেপির হাতে! ‘স্বরাষ্ট্রহীন নীতীশ’ কি বিহারের ‘নিধিরাম’ মুখ্যমন্ত্রী?

বিহারের মন্ত্রিসভা গঠনের পর দফতর বণ্টন নিয়ে রাজনৈতিক মহলে শুরু হয়েছে তীব্র আলোচনা। দশম বারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের...

এসআইআরের সেরা কর্মীদের বিশেষ সম্মাননা, তৎপরতা বাড়াতে উদ্যোগ কমিশনের

এসআইআর-এর এনুমারেশন প্রক্রিয়ায় দৃষ্টান্তমূলক দক্ষতা দেখানো বুথ লেভেল অফিসারদের (বিএলও) পুরস্কৃত করতে চলেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচনী আধিকারিকের...