Sunday, November 16, 2025

শ্রীলঙ্কার মিত্র বিভূষণ মোদিকে, ভারতের স্বার্থরক্ষার প্রতিশ্রুতি দ্বীপরাষ্ট্রের

Date:

প্রতিবেশী দ্বীপরাষ্ট্রের রাষ্ট্রপতি হিসাবে শপথ গ্রহণের পরে প্রথম বিদেশ সফর ছিল ভারত। সেই রাষ্ট্রপতি অনুরা দিস্সনায়েকের (Anura Dissanayake) প্রতি সমান সম্মান জানিয়ে এবার শ্রীলঙ্কা সফরে নরেন্দ্র মোদি (Narendra Modi)। ভারতের স্বার্থ রক্ষাও যে কলম্বো (Colombo) সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশ্য, তাও তিনি স্পষ্ট করে দিলেন। এই সফরে বিদেশীদের প্রতি শ্রীলঙ্কার (Srilanka) সর্বোচ্চ সম্মান মিত্র বিভূষণ (Mitra Vibhushana) সম্মানে সম্মানিত করা হল মোদিকে।

শ্রীলঙ্কার তরফ থেকে ভারতের নিরাপত্তা সংক্রান্ত সব ক্ষেত্রের নিশ্চয়তা আদায় করে নেওয়া হল প্রধানমন্ত্রীর কলম্বো সফরে। শ্রীলঙ্কার মাটিতে বা তার জল সীমানার মধ্যে এমন কোন ধরনের কাজ প্রশ্রয় দেওয়া হবে না যা ভারতের নিরাপত্তা লঙ্ঘন করে, এমন প্রতিশ্রুতিবদ্ধ হলেন অনুরা দিস্সনায়েকে (Anura Dissanayake)। সম্প্রতি শ্রীলঙ্কার বন্দর ব্যবহার করে ভারতের উপর চাপ বাড়ানোর চীনের পন্থায় নতুন আশঙ্কা তৈরি হচ্ছিল। প্রধানমন্ত্রী এই সফরে তা খানিকটা হলেও কমেছে।

শ্রীলঙ্কার রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর অনুরা দিস্সনায়েকের ভারত সফরে তাঁকে রাজরচিত সম্মান দিয়েছিল ভারত। তারই প্রতিদান হিসেবে সমান সম্মান মোদিকে জানানো হয় কলোম্বোয় (Colombo)। সম্মানিত করা হয় মিত্র বিভূষণ (Mitra Vibhushana) সম্মানে। নরেন্দ্র মোদি (Narendra Modi) নিজের সোশ্যাল মিডিয়ায় এই সম্মানের কথা ভাগ করে নিয়েছেন।

অর্থনৈতিক ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়ার পর প্রবল বিদ্রোহ বিক্ষোভ পরিস্থিতি থেকে বর্তমানে শান্তিপথে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা (Srilanka)। আর্থিকভাবে ভেঙে পড়া শ্রীলঙ্কার পাশে দাঁড়াতে প্রস্তুত ভারত, প্রতিশ্রুতি দেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। নিরাপত্তা সংক্রান্ত একাধিক মউ স্বাক্ষরিত হয় বলে জানানো হয় বিদেশ মন্ত্রকের তরফে।

Related articles

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণাবর্ত, আগামী সপ্তাহের গোড়াতেই ঊর্ধ্বমুখী পারদ

সকালে শীতের (Winter) অনুভূতি বেলা বাড়লে হালকা গরম, কার্তিক মাসের শেষ লগ্নে এভাবেই হিমেল আবহাওয়া উপভোগ করছে বঙ্গবাসী।...

টাটা সুমো-ডাম্পারের সংঘর্ষ, জম্মু-কাশ্মীরে পথ দুর্ঘটনায় মৃত ৪ আহত একাধিক

শ্রীনগরের নওগ্রামে বিস্ফোরক থেকে বিস্ফোরণের ঘটনা নিয়ে যখন শোরগোল পড়ে গেছে ঠিক সেই আবহে ভূস্বর্গে ভয়াবহ সড়ক দুর্ঘটনার...

শ্যুটিং করতে গিয়ে রক্তাক্ত ছোটপর্দার নায়িকা তিয়াসা, চিন্তায় অনুরাগীরা!

টেলিভিশন দুনিয়ার জনপ্রিয় মুখ তিয়াসা লেপচা ফের খবরের শিরোনামে। এবার শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তিনি (Tiyasha...

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...
Exit mobile version