Saturday, May 3, 2025

শুধু মার্চেই দেশে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ! ‘বিকশিত ভারতে’ কর্মসংস্থানে উদ্বেগজনক রিপোর্ট

Date:

বছরে ২ কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়ে বিকশিত ভারতের ভাঁওতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। কিন্তু তাঁর এই ১১ বছরের শাসনে শুধু গালভরা প্রতিশ্রুতিই মিলেছে, তা রক্ষা হয়নি আজও। উল্টে দেশের বুকে লাফিয়ে লাফিয়ে বেড়েছে বেকারত্ব। তীব্র হতাশায় কাজ খোঁজাই ছেড়ে দিয়েছে বেকার যুবসমাজ। কেন্দ্রের রিপোর্টেই এমন উদ্বেগ ধরা পড়েছে।

বিরোধীদের অভিযোগ ছিলই, সম্প্রতি সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অর্থাৎ সিএমআইই রিপোর্টে ধরা পড়েছে চাঞ্চল্যকর ছবি। ২০২৫-এর মার্চ মাসে দেশজুড়ে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ মানুষ। এক মাসে এই বিপুল পরিমাণ চাকরি হারানোর ঘটনায় উদ্বেগ দেশজুড়ে। দেশে রোজগারের সুযোগ কমেই চলেছে। বন্ধ হচ্ছে ছোট, ক্ষুদ্র ও মাঝারি শিল্প। হতাশায় কাজ খোঁজাই ছেড়ে দিচ্ছে দেশের যুবসমাজ।

সুপ্রিম কোর্টের নির্দেশে বাংলায় ২৬ হাজার শিক্ষক-শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে, যা নিয়ে সমালোচনার ঝড় বইতে শুরু করেছে। কিন্তু দেশের বুকে এক মাসে যে ৪২ লক্ষ চাকরি চলে গেল, তা নিয়ে কোন উচ্চবাচ্য নেই। হেলদোল নেই কেন্দ্রের মোদি সরকারের। দেশে ‘লেবার ফোর্স’ কমেই চলেছে। ফেব্রুয়ারি মাসে ৪৫ কোটি ৭৭ লক্ষ ‘লেবার ফোর্স’ ছিল দেশে। মার্চে তা কমে হয়েছে ৪৫ কোটি ৩৫ লক্ষ। অর্থাৎ একমাসে চাকরি হারিয়েছেন ৪২ লক্ষ মানুষ। বেকারত্ব নিয়েও পরিসংখ্যান তুলে ধরা হয়েছে রিপোর্টে। রিপোর্ট অনুযায়ী, ফেব্রুয়ারিতে দেশে ৩ কোটি ৮৬ লক্ষ মানুষ কর্মহীন ছিলেন। মার্চ মাসে তা কমে হয়েছে ৩ কোটি ৫০ লক্ষ। এই তথ্য অনুযায়ী মনে হবে, একমাসে বেকারত্ব কমেছে ৩৬ লক্ষ। কিন্তু আদতে তা নয়। সমীক্ষক সংস্থাটিই স্পষ্ট জানিয়ে দিয়েছে, চাকরির আবেদন করাই ছেড়ে দিয়েছেন যুব সমাজের একটা বড় অংশ। দেশের কর্মহীনদের তালিকায় তাঁদের ধরা হয়নি। এই রিপোর্ট বলছে, ২০২৪ সালের তুলনায় সরকারি ও বেসরকারি সংস্থায় নিয়োগের হারও কমেছে দেশে। প্রায় দেড় শতাংশ কমেছে নিয়োগ। আইআইটিগুলিতে প্লেসমেন্টের হার কমেছে ১০ শতাংশ। সংসদের স্ট্যান্ডিং কমিটির রিপোর্টেই এই তথ্য উঠে এসেছে। গত পাঁচ বছরে ৭৫ হাজারের বেশি ক্ষুদ্র-ছোট ও মাঝারি শিল্প বন্ধ হয়ে গিয়েছে। রাজ্যসভায় এই তথ্য দেন খোদ কেন্দ্রীয় মন্ত্রী।

 

Related articles

রাজনৈতিক একনায়কতন্ত্র! গণমাধ্যমের স্বাধীনতায় ভারতকে টপকালো বাংলাদেশও

বাংলাদেশে সংখ্যালঘুদের উপর অত্যাচারে সরব হয়েছিল ভারত। অথচ দেখা যাচ্ছে ক্ষমতা হস্তান্তর হওয়া বাংলাদেশেও গণমাধ্যমের (mass media) স্বাধীনতা...

বিবাহ বিচ্ছেদের পথে যিশু! সারা-নীলাঞ্জনাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো অভিনেতার

দীর্ঘ একুশ বছরের দাম্পত্যে কি তাহলে পাকাপাকিভাবে বিচ্ছেদের সিলমোহর পড়তে চলেছে? যীশু সেনগুপ্ত (Jishu Sengupta)ও নীলাঞ্জনা সম্পর্ক নিয়ে...

পাকিস্তান থেকে পণ্য আমদানিতে না ভারতের, ঢুকবে না পাক পতাকার জাহাজ

জলে মারার পরিকল্পনা বাস্তবায়িত হয়েছে। অপেক্ষা ছিল পাকিস্তানি পণ্যের উপর নিষেধাজ্ঞারও। এবার স্থলপথ ও জলপথে পাকিস্তান থেকে কোনও...

উইকেন্ডে সামান্য কমলো হলমার্ক সোনার দাম! 

শনিবারে সোনার দামে (Gold Price today) বড়সড় পরিবর্তন না হলেও হলমার্ক সোনার দাম ৯০ হাজারের নীচে পৌঁছেছে বলে...
Exit mobile version