Monday, November 24, 2025

আরপিএফের অভিযানে ৭৫ লাখ টাকারও বেশি নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, ধৃত ১৮

Date:

Share post:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী চলতি বছরের মার্চ মাসে ট্রেন এবং স্টেশনগুলিতে নিষিদ্ধ বা চোরাই পণ্য পরিবহণের বিরুদ্ধে দেদার অভিযান চালায়।সেই অভিযানে ৭৫ লাখ টাকারও বেশি নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সময়সীমার মধ্যে রেল সুরক্ষা বাহিনী নিষিদ্ধ এবং চোরাই পণ্য পরিবহণে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে।জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী লাগাতর দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

জানা গিয়েছে, ২০২৫-এর মার্চ মাসে সমগ্র অঞ্চল জুড়ে রেলওয়ে সুরক্ষা বাহিনীর অভিযানে, সাতজন দালালকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৯৯ হাজার টাকারও বেশি ৩২টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, একটি সাম্প্রতিক ঘটনায় ডিমাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশির সময় রেলওয়ে সুরক্ষা বাহিনীর জালে একজন ব্যক্তি ধরা পড়ে।তার কাছ থেকে ২.১৭ লক্ষ টাকা মূল্যের ১০.৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা  হয়। উদ্ধার করা ব্রাউন সুগার-সহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ওসি/জিআরপি/ডিমাপুরের কাছে হস্তান্তর করা হয়।

অন্য একটি ঘটনায়, নিউ জলপাইগুড়ির রেলওয়ে সুরক্ষা বাহিনী, সিপিডিএস এবং সিআইবি টিম যৌথভাবে পিআরএস কাঙ্কিতে এক অভিযান চালায়। অভিযানের সময় প্রায় ২৪,৩৬৫ টাকার ৬টি পিআরএস টিকিট উদ্ধার করে এবং এই কাজে জড়িত একজন দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপের জন্য রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলাও নথিভুক্ত করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন,  রেলওয়ের সুরক্ষা বাহিনী ক্রমাগতভাবে রেলওয়ে স্টেশন ও ট্রেনে নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান এবং পরিবহণ এবং অননুমোদিত রেলের টিকিটের ওপর সবসময় নজরদারি চালাচ্ছে।

 

spot_img

Related articles

১৭ দিনে কাজ শেষ করলেন রাজ্যের দুই BLO: জানালেন হাজারো সমস্যার কথা

নির্বাচন কমিশন কতটা কাঁটায় ভরা পথে রাজ্যের বুথ লেভেল আধিকারিকদের এসআইআর প্রক্রিয়া করতে বাধ্য করছে, তার প্রমাণ রাখলেন...

পিসেমশাই-বৌমা সম্পর্কে স্বামীকে মারতে সুপারি কিলার! বরাহনগর গুলিকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য

অবৈধ সম্পর্কের জেরেই বরাহনগরে গুলি চলেছিল, তদন্তে উঠে এলো এমনই চাঞ্চল্যকর তথ্য। স্বামীকে খুন করার জন্য সুপারি কিলার...

দূষণে দমবন্ধ রাজধানীর! বিদেশ সফর নিয়ে মোদিকে কটাক্ষ তৃণমূলের

রাজধানী দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে প্রধানমন্ত্রীকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সাকেত গোখেল। সমাজমাধ্যমে তাঁর কটাক্ষ,...

৪৪ বিধানসভার ভোটার মায়ারানী? SIR স্ক্যানের পর হইচই পাণ্ডবেশ্বরে

বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার মাঝেই পাণ্ডবেশ্বরে সামনে এল চাঞ্চল্যকর তথ্য। এনুমারেশন ফর্মের কিউআর কোড স্ক্যান করতেই দেখা...