Friday, January 9, 2026

আরপিএফের অভিযানে ৭৫ লাখ টাকারও বেশি নিষিদ্ধ সামগ্রী উদ্ধার, ধৃত ১৮

Date:

Share post:

উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী চলতি বছরের মার্চ মাসে ট্রেন এবং স্টেশনগুলিতে নিষিদ্ধ বা চোরাই পণ্য পরিবহণের বিরুদ্ধে দেদার অভিযান চালায়।সেই অভিযানে ৭৫ লাখ টাকারও বেশি নিষিদ্ধ সামগ্রী উদ্ধার করতে সক্ষম হয়েছে। এই সময়সীমার মধ্যে রেল সুরক্ষা বাহিনী নিষিদ্ধ এবং চোরাই পণ্য পরিবহণে জড়িত থাকার অভিযোগে ১৮ জনকে গ্রেফতার করেছে।জানা গিয়েছে, উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের সুরক্ষা বাহিনী লাগাতর দালালদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে।

জানা গিয়েছে, ২০২৫-এর মার্চ মাসে সমগ্র অঞ্চল জুড়ে রেলওয়ে সুরক্ষা বাহিনীর অভিযানে, সাতজন দালালকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের কাছ থেকে ৯৯ হাজার টাকারও বেশি ৩২টি ট্রেনের টিকিট উদ্ধার করা হয়েছে।রেল সূত্রে জানা গিয়েছে, একটি সাম্প্রতিক ঘটনায় ডিমাপুর রেলওয়ে স্টেশনে রেলওয়ে সুরক্ষা বাহিনীর নিয়মিত তল্লাশি অভিযান চালানো হয়। সেই তল্লাশির সময় রেলওয়ে সুরক্ষা বাহিনীর জালে একজন ব্যক্তি ধরা পড়ে।তার কাছ থেকে ২.১৭ লক্ষ টাকা মূল্যের ১০.৮৫ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করা  হয়। উদ্ধার করা ব্রাউন সুগার-সহ আটক ব্যক্তিকে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের জন্য ওসি/জিআরপি/ডিমাপুরের কাছে হস্তান্তর করা হয়।

অন্য একটি ঘটনায়, নিউ জলপাইগুড়ির রেলওয়ে সুরক্ষা বাহিনী, সিপিডিএস এবং সিআইবি টিম যৌথভাবে পিআরএস কাঙ্কিতে এক অভিযান চালায়। অভিযানের সময় প্রায় ২৪,৩৬৫ টাকার ৬টি পিআরএস টিকিট উদ্ধার করে এবং এই কাজে জড়িত একজন দালালকে গ্রেফতার করতে সক্ষম হয়।পরবর্তী পর্যায়ে আইনি পদক্ষেপের জন্য রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলাও নথিভুক্ত করা হয়। উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন,  রেলওয়ের সুরক্ষা বাহিনী ক্রমাগতভাবে রেলওয়ে স্টেশন ও ট্রেনে নিষিদ্ধ জিনিসপত্রের চোরাচালান এবং পরিবহণ এবং অননুমোদিত রেলের টিকিটের ওপর সবসময় নজরদারি চালাচ্ছে।

 

spot_img

Related articles

৩ টেসলা এমআরআই! ফুলবাগানে ডায়াগনস্টিক পরিকাঠামোয় নয়া সংযোজন ‘বিজয়া’র

ফুলবাগানে অত্যাধুনিক ডায়াগনস্টিক কেন্দ্রের সূচনা করল বিজয়া ডায়াগনস্টিক সেন্টার। সংস্থার তরফে জানানো হয়েছে, এই নতুন কেন্দ্রের মাধ্যমে শহরের...

জ্যাভাথন থেকে সমাবর্তন! জানুয়ারি জুড়ে জেভিয়ার্সের ঠাসা কর্মসূচি

শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সামাজিক দায়বদ্ধতাকে একসূত্রে বেঁধে জানুয়ারি মাসজুড়ে একাধিক গুরুত্বপূর্ণ কর্মসূচির ঘোষণা করল সেন্ট জেভিয়ার্স কলেজ...

গঙ্গাসাগর মেলা থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা মুখ্যমন্ত্রীর, লক্ষাধিক কৃষকের অ্যাকাউন্টে সহায়তা

গঙ্গাসাগর মেলার উদ্বোধনী অনুষ্ঠান থেকেই কৃষকবন্ধু প্রকল্পের নতুন পর্যায়ের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার তিনি রাজ্যের এক...

স্টুডেন্টস উইকের শেষ দিনে বড় প্রাপ্তি! ট্যাবের টাকা পেল আরও ৮ লক্ষ ৫০ হাজার পড়ুয়া

স্টুডেন্টস উইকের সমাপ্তি দিনে রাজ্যের একাদশ শ্রেণির পড়ুয়াদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার। শুক্রবার সল্টলেকের ইস্টার্ন জোনাল...