Wednesday, December 17, 2025

ফুটবলারদের তালিকা তৈরি থংবই-এর, দল গোছানো শুরু ইস্টবেঙ্গলের

Date:

Share post:

এই মরসুমে আইএসএলে চূড়ান্ত ব্যর্থ হয়েছে ইস্টবেঙ্গল(Eastbengal)। আইএসএলের(ISL) মাঝপথেই লাল-হলুদের ফুটবলার নির্বাচন নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল। আইএসএল শেষ হওয়ার পরই হায়দরাবাদ এফসির প্রাক্তন কোচ থংবই সিংটোকে(Thangboi Singto) হেড অব ফুটবল করে নিয়ে এসেছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। যোগ দেওয়ার পর থেকেই সময় নষ্ট নয়। ইতিমধ্যেই ফুটবলার বাছাইয়ের কাজ শুরু করে দিয়েছেন থংবই। শোনাযাচ্ছে একটি তালিকাও নাকি ইতিমধ্যে ম্যানেজমেন্টের কাছে জমা দিয়েছেন থংবই সিংটো।

সেখানে যে বেশিরভাগ দেশিয় ফুটবলাররাই রয়েছে তা বেশ স্পষ্ট। তবে শোনাযাচ্ছে কয়েকজন বিদেশিদের নামও নাকি রয়েছে থংবইয়ের(Thangboi Singto) সেই তালিকায়। সেখান থেকে কাদের নেওয়া যায় তা নিয়ে ইতিমধ্যে কথাবার্তাও আরম্ভ হয়ে গিয়েছে। ভারতীয় ফুটবলের(Indian Football) গ্রাসরুট পর্যায় থেকে সিনিয়র পর্যায়, সবটাই খুব ভালোভাবে জানেন হায়দরাবাদ এফসির এই প্রাক্তন কোচ।

আগামী মরসুমের জন্য সেই অভিজ্ঞতাটাই কাজে লাগাতে চাইছে এবার ইস্টবেঙ্গল(Eastbengal)। একদিকে যখন অস্কার ব্রুজোঁ(Oscar Bruzon) সুপার কাপের(Super Cup) প্রস্তুতিতে ব্যস্ত। সেই সময় থংবই সিংটো আগামী মরসুমের দল গোছানোর কাজ শুরু করে দিয়েছেন। ইস্টবেঙ্গলে যোগ দিলেও এখনও পর্যন্ত তিনি একদিনের লাল-হলুদ ব্রিগেডের প্রস্তুতিতে যাননি। তবে মহিলাদের ম্যাচ দেখতে একদিন মাঠে উপস্থিত হয়েছিলেন থংবই।

শুধুমাত্র ছেলেদের দল নয়, মহিলাদের দলও দেখবেন তিনি। ফুটবল সংক্রাম্ত সমস্ত কিছু সিদ্ধান্ত নেওয়ার ভার এবার দেওয়া হয়েছে থংবইয়ের হাতেই। বিশেষ করে ফুটবলার স্কাউটিংয়ের দায়িত্বটা। শোনাযাচ্ছে সুপার কাপের জন্য কলিঙ্গও যেতে পারেন থংবই সিংটো(Thangboi Singto)। তবে দলের সঙ্গে যাবেন নাকি আলাদা, তা নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত কিছু হয়নি।

অন্যদিকে সুপার কাপে নামার আগে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধেই প্রস্তুতি ম্যাচে নামছে ইস্টবেঙ্গল(Eastbengal)। চেন্নাইয়ের তরফ থেকে গ্রীন সিগন্যাল এসি গিয়েছে। আগামী ১৩ এপ্রিল সেন্টার অব এক্সিলেন্সেই সেই ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড। কেরালার বিরুদ্ধে নামার আগে চেন্নাইয়ের বিরুদ্ধেই নিজের দলকে ঝালিয়ে নিতে চাইবেন অস্কার ব্রুজোঁ।

spot_img

Related articles

ঢাকায় হুমকি হাইকমিশনে: বাংলাদেশের হাই কমিশনারকে তলব বিদেশ মন্ত্রকের

বাংলাদেশে ভারতীয় দূতাবাসে ক্রমাগত হুমকি। অথচ বাংলাদেশের মহম্মদ ইউনূস (Mohammed Yunus) পরিচালিত অন্তর্বর্তী সরকার নীরব। প্রতিবেশী দেশ ভারতের...

বাংলায় কোটি কোটি রোহিঙ্গা-বাংলাদেশি কোথায়? মিথ্যাচারের জন্য ক্ষমা চাক বঙ্গ বিজেপি: তীব্র নিশানা অভিষেকের

বিজেপি বলেছিল বাংলায় এক-দেড় কোটি রোহিঙ্গা, অগণিত বাংলাদেশি নাগরিক আছে। তারা কোথায় গেল? বাংলার ভোটার তালিকার নিবিড় সংশোধন...

NCRT-র সিলেবাসে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের ইতিহাস রাখার দাবি ঋতব্রতের

এনসিইআরটি-র পাঠ্যবইয়ে বাঙালি স্বাধীনতা সংগ্রামীদের (Bengali Freedom Fighters) ইতিহাস অন্তর্ভুক্ত করার দাবি জানালেন তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ঋতব্রত...

অস্কার নমিনেশনে শর্টলিস্টেড ‘হোমবাউন্ড’! উচ্ছ্বসিত করণ শুভেচ্ছা জানালেন টিমকে

অ্যাকাডেমি পুরস্কার জেতার স্বপ্ন দেখছে ভারতীয় বিনোদন জগত (Indian Entertainment Industry)। মঙ্গলবার ৯৮তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সেরা আন্তর্জাতিক ফিচার...